Realme Phones: ভারতে আসছে রিয়েলমি 'সি' সিরিজের ৫জি ফোন। এবার লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন। এটি একটি বাজেট ফোন হতে চলেছে বলে শোনা গিয়েছে। দেশে লঞ্চের পর অনলাইনে রিয়েলমির এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং সংস্থার অনলাইন স্টোর থেকে। রিয়েলমি সি৮৫ ৫জি ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোনটি সহজে নষ্ট হবে না। 

Continues below advertisement

ভারতে কবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন 

ফ্লিপকার্টের মাইক্রো সাইট অনুসারে এই ফোন ভারতে আসছে আগামী ২৮ নভেম্বর। শোনা যাচ্ছে, এই ফোনের একবার পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে ইউজার পাবেন ২২ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক, ৫০ ঘণ্টা পর্যন্ত কলিং এবং ১৪৫ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাকের সুবিধা। ফোনের ব্যাটারিতে এক শতাংশ চার্জ থাকলেও ইউজার ৯ ঘণ্টার স্ট্যান্ডবাই এবং ৪০ মিনিটের কলিং সাপোর্ট পাবেন। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে রিয়েলমি সি৮৫ ফোনে। মাত্র ৫ মিনিট চার্জ দিলে ফোন চালু থাকবে প্রায় দেড় ঘণ্টা। এই ফোনে ৬.৫ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্টও পাবেন ইউজাররা। 

Continues below advertisement

রিয়েলমি সি৮৫ ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন সহজে নষ্ট হবে না। AI ফিচার যুক্ত ইমেজ এডিটর থাকতে চলেছে রিয়েলমি 'সি' সিরিজের এই ফোনে। রিয়েলমি সি৮৫ ৫জি ফোন লঞ্চ হবে MIL-STD 810H grade shock resistance সাপোর্ট নিয়ে। অর্থাৎ ফোন যে যথেষ্ট শক্তপোক্ত হবে তা বোঝা যাচ্ছে। ফোনের ডিসপ্লে সাইজ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। রিয়েলমির এই ফোন ভিয়েতনামে আগেই লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। শোনা যাচ্ছে, ভিয়েতনামে লঞ্চ হওয়া মডেলের মতোই ডিজাইন এবং ফিচার থাকতে চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টেও। 

ভারতে আসছে রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোন

এখনও ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে এই ফোনের জন্য মাইক্রোসাইট দেখা গিয়েছে। অতএব এটা স্পষ্ট যে, রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোন ভারতে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে অ্যামাজন থেকে। অনুমান, এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে এবং এটি একটি OLED স্ক্রিন হতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে, যেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা শোনা গিয়েছে। রিয়েলমি ১৫ লাইট ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০০ চিপসেটও থাকতে পারে। আর এই ফোনে পেতে পারেন ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট।