অনির্বাণ বিশ্বাস, কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় (SSC issue) চলছে সিবিআই তদন্ত। আর তারই মধ্যে শহিদ মিনারের (Shahid Minar) কাছে চাকরির দাবিতে বিক্ষোভ (agitation) দেখালেন শারীরশিক্ষা ও কর্মশিক্ষার (Physical Education and Work Education) প্যানেলে নাম থাকা ১ হাজার ৩৮০ জনের একাংশের।


বিক্ষোভ শারীরশিক্ষা ও কর্মশিক্ষার প্যানেলে নাম থাকা একাংশের


চাকরিপ্রার্থীদের দাবি, মুখ্যমন্ত্রীর (Chief Minister) আশ্বাসের পরেও মেলেনি চাকরি। তাঁদের আরও বক্তব্য, যতদিন না চাকরি না পাওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত চলবে বিক্ষোভ। 


গ্রুপ সি, গ্রুপ ডি থেকে নবম-দশম শিক্ষক নিয়োগ, একের পর এক দুর্নীতিতে জর্জরিত এসএসসি ও রাজ্য সরকার। ঠিক সেই সময়ে শহিদ মিনারের পাদদেশে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন শারীরশিক্ষা ও কর্মশিক্ষার প্যানেলিস্টদের একাংশ। 


প্রায় ১ হাজার ৩৮০ জন প্যানেলিস্টের একাংশের অভিযোগ গত তিন বছর ধরে প্যানেলে নাম থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের চাকরি দেওয়া হচ্ছে না। 


চাকরির দাবিতে আইনি পথ বেছে নিচ্ছেন না কেন তাঁরা?


এক বিক্ষোভকারীর দাবি, 'আমরা বেকার ছেলে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আইনি পথে যাওয়ার দরকার আছে বলে মনে করি না। দুর্নীতি হয়েছে। যে সংস্থা নিয়োগ করেছে তাদের প্রাক্তন আধিকারিকরা আজ সিবিআই হেফাজতে। ওই সংস্থা কতটা দুর্নীতিগ্রস্ত এতেই প্রমাণিত। আমরা বেকার ছেলেরা কোথায় টাকা পাব?'


আরও পড়ুন: Kolkata: 'নিখোঁজ' স্বামী! পুলিশের বিরুদ্ধেই অভিযোগ স্ত্রীয়ের, দাবি সিবিআই তদন্তের


তাঁদের আরও দাবি, মুখ্যমন্ত্রী ও সরকারের তরফ থেকে বারবার কেবল প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে। ফলশ্রুতি কিছুই হয়নি। বিক্ষুব্ধদের মন্তব্য, 'মারা গেলে চাকরি দেন, আর আমরা বেকার। ২০১৬ সালে বিজ্ঞপ্তি বের হয়। এখন ২০২২। গত ৬ বছরে কোনও নিয়োগ নেই।'


এই নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করা হোক, নয়তো বিক্ষোভ চলতে থাকবে, দাবি বিক্ষোভকারীদের।