সৌভিক মজুমদার, কলকাতা : SSC-র ইন্টারভিউ তালিকায় 'দাগি' প্রার্থীদের নাম ! 'সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কীভাবে পরীক্ষায় বসলেন 'দাগি'রা?' কীভাবেই বা তাঁরা কোয়ালিফাই করে গেলেন ইন্টারভিউয়ের জন্য ? প্রশ্ন তুলে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার হাই কোর্টে মামলা দায়ের করা হয় শিক্ষকদের তরফে।ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, পুরো নম্বর পেয়েও নতুন পরীক্ষার্থীদের অনেকে ইন্টারভিউয়ে ডাক পাননি। অথচ আংশিক শিক্ষক আবার অভিজ্ঞতা দেখিয়ে অতিরিক্ত ১০ নম্বর পেয়ে গিয়েছেন! এ ধরনের নানাবিধ অনিয়মের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। অভিযোগ স্বাস্থ্য দফতরে কর্মরত ব্যক্তিরাও অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছেন। এছাড়া মামলাকারী কেস স্টাডি তুলে প্রশ্ন করেছেন, যে ব্যক্তির জন্ম ১৯৯৭-তে জন্ম, তবু কী করে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পেলেন তিনি? সব শুনে এদিন মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী বুধবার তিনি মামলাটি শুনতে পারেন।
ইন্টারভিউয়ের জন্য কোয়ালিফায়েড ক্যান্ডিডেটদের তালিকার প্রকাশের পর থেকেই এই অভিযোগে সরব হন অনেক শিক্ষক। এর প্রেক্ষিতে স্কুল শিক্ষা দফতর একটি বিবৃতিতে জানায়, একমাত্র বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এত সতর্কতা সত্ত্বেও দাগি প্রার্থীরা সুযোগ পেলে, ভেরিফিকেশনের সময় তাঁদের বাদ দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশনের হাতে সেই ক্ষমতা সব সময়ই আছে।
শনিবার একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে কল ফর ভেরিফিকেশনের জন্য ২০ হাজার নামের তালিকা প্রকাশ করেছে SSC। অযোগ্য হিসেবে চিহ্নিত নন, এমন অনেকেরই নাম নেই তাতে। প্রকাশিত তালিকায় যাঁরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করেছেন, তাঁদের অনেকেরই নাম নেই। আবার, নতুন পরীক্ষার্থীদের মধ্যে অনেকে ৬০-এ ৬০ পেয়েও ইন্টারভিউয়ে ডাক পাননি!চাকরিহারা শিক্ষক তথা এসএসসি আন্দোলনের একাধিক মুখের নাম নেই এই তালিকায়। অথচ, কেউ কেউ স্বাস্থ্য দফতরে কাজ করেও অভিজ্ঞতার জন্য ধার্য বাড়তি ১০ পয়ে ডাক পেয়েছেন ইন্টারভিউ পর্বে।
আরেকটি আলাদা মামলাও দায়ের হয়েছে এই SSC-র ইন্টারভিউ তালিকার বিষয়ে । অভিযোগ, আংশিক শিক্ষকরা অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছেন। SSC-র ঘোষণার পরও কীভাবে অভিজ্ঞতার নম্বর, সেই প্রশ্ন তুলেছেন মামলাকারী। এক আংশিক শিক্ষকের দায়ের করা মামলাও এদিন গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিন্হা। বুধবার আংশিক শিক্ষকের দায়ের করা পৃথক মামলারও শুনানি হবে।
দুর্নীতির জেরে বাতিল হয়েছে ২৬ হাজার চাকরি। সুপ্রিম কোর্টের নির্দেশে আবার নতুন করে পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। রেজাল্টও বেরিয়ে গেছে। কিন্তু কল ফর ভেরিফিকেশনের তালিকা প্রকাশের পর দানা বাঁধল নতুন বিতর্ক। এখন এই বিতর্কের জল কোনদিকে গড়ায়, মামলাকারী শিক্ষকরা সুরাহা পান কিনা সেটাই দেখার।