সৌভিক মজুমদার, কলকাতা: গ্রুপ ডিতে (group-d recruitment) নিয়োগ হওয়া ৪ হাজার ৪৮৭ জনের ওএমআর শিট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন(OMR Sheet Gets Published By SSC)। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (justice Abhijit Ganguli Orders) নির্দেশ মেনে ওএমআর শিট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। অর্ধেকেরও বেশি ওএমআর শিট বিকৃত করা হয়েছে বলে দাবি করেছিল সিবিআই। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নবম-দশমের ৯৫২ জনের (যাঁদের নম্বর বদল হয়েছে বলে অভিযোগ) নাম প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন।
ডিসেম্বরেও এক ঘটনা...
গত বেশ কয়েক মাস ধরে ওএমআর শিট বিকৃতি নিয়ে তোলপাড় চলছে। ডিসেম্বরেই আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, 'কোন জাদুকরের ছোঁয়ায় প্রাথমিক টেটে ৪০টি ওএমআর শিটে নম্বর বিকৃতি?' 'পি সি সরকার সিনিয়র না জুনিয়র, কোন ছোঁয়ায় নম্বর বৃদ্ধি, এটাই আদালত জানতে চায়।' 'ওএমআর শিটে গাজিয়াবাদে ৩ নম্বর সার্ভারে বদলে গেল ৫৩-য়!' নম্বর বাড়িয়ে অযোগ্যদের সুপারিশ করার অভিযোগ উঠেছে আগেই ! ৪০ জনের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের নির্দেশে তালিকা প্রকাশ, জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। ওএমআর শিটে শূন্য, অথচ সার্ভারে নম্বর বেশি! অযোগ্যদের সুপারিশ কবুল করে তালিকা প্রকাশ করে কমিশন। প্রসঙ্গত, কাছাকাছি সময়ই ED-কে মামলার পক্ষ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবার গ্রুপ D-তে OMR শিট বিকৃতি নিয়ে কড়া অবস্থান নিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। যাঁরা বেআইনি নিয়োগ পেয়েছেন দুপুর ৩টের মধ্যে তাঁদের তালিকা তুলে দিতে সময়সীমা দিয়েছিলেন পর্ষদকে। তার পরই নিজেদের সাইটে বিজ্ঞপ্তি দেয় এসএসি।
সে বার কী বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
কেন রোল নম্বর এবং জন্ম তারিখ না দিলে OMR দেখা যাচ্ছে না? কেন এই আড়াল? স্বচ্ছতা নেই কেন? প্রশ্ন তুলেছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে SSC'র আইনজীবী আদালতে বলেন, 'প্রযুক্তিগত সমস্যা আছে। আপলোড করা এখনও শেষ হয়নি। আজকের মধ্যে তা শেষ হবে।' কমিশনের সেক্রেটারি অর্ণব চট্টোপাধ্যায়ও আদালতে জানান, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এই সমস্যা হচ্ছে। নবম-দশমের ৯৫২ জনের (যাঁদের নম্বর বদল হয়েছে বলে অভিযোগ) নাম প্রকাশ করা হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এর পরই বলেন, 'যাতে সবাই OMR শিট দেখতে পান, সেই ব্যবস্থা করতে হবে।'। সঙ্গে সংযোজন, 'দেওয়াল তোড় দো!' তার পরই, ডিসেম্বরের শেষ দিকে তালিকা প্রকাশ হয় সাইটে।
এবার গ্রুপ ডি নিয়োগে ৪ হাজার ৪৮৭ জনের ওএমআর শিট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন
আরও পড়ুন:সাধ্যের বাইরে 'পাঠান'-এর টিকিট? দাম কমতে পারে ৩০ শতাংশ পর্যন্ত