লেস্টারশায়ার: ২০২৩ মরসুমের জন্য লেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে যোগ দিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ক্লাবের পক্ষ থেকে রাহানের সঙ্গে চুক্তির বিষয় নিশ্চিত করা হয়েছে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে খেলার পরই জুনে কাউন্টি খেলতে ইংল্য়ান্ডে উড়ে যাবেন রাহানে। কাউন্টি চ্য়াম্পিয়নশিপে অংশ নেওয়া ছাড়াও ওয়ান ডে কাপেও অংশ নেবেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। 


ধারাবাহিকতার অভাবের জন্য এই মুহূর্তে জাতীয় দলে ব্রাত্য রাহানে। ফিরে আসার সম্ভাবনাও খুব কম। কিন্তু জাতীয় দলকে তিন ফর্ম্যাটেই নেতৃত্ব দিয়েছেন। টেস্টে রাহানের নেতৃত্ব প্রশংসাও কুড়িয়েছে সবার। আন্তর্জাতিক পর্যায়ে মোট ৮ হাজারের বেশি রান করেছেন। টেস্টে ১২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ওয়ান ডে ফর্ম্যাটে হাঁকিয়েছেন ৩টি সেঞ্চুরি। ২০১১ সালে দেশের জার্সিতে অভিষেকের পর থেকে ১৯২টি ম্যাচে দেশের জার্সিতে মাঠে নেমেছেন। 


টেস্টে ৮২টি ম্যাচ খেলে ৪৯৩১ রান করেছেন রাহানে। অন্যদিকে ওয়ান ডে ক্রিকেটে ৯০ ম্যাচে ২৯৬২ রান করেছেন অজিঙ্ক রাহানে। ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে রাহানের ঝুলিতে রয়েছে মোট ২৫ হাজার রান। ৫১টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি।


বিশ্বকাপের স্কোয়াডে কুলদীপ না চাহাল?


সাম্প্রতিককালে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ফের একসঙ্গে খেলছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। এর আগে দীর্ঘ সময়ে কুল-চা জুটি একসঙ্গে খেলছেন। কিন্তু এই মুহূর্তে জাতীয় দলে চাহালের থেকে বেশি অপরিহার্য হয়ে উঠেছেন ফের চায়নাম্যান কুলদীপ। প্রাক্তন স্পিনার ও জাতীয় দলের প্রাক্তন নির্বাচক সুনীশ যোশী মনে করেন ভারতের মাটিতে বসতে চলা চলতি বছরের শেষে বিশ্বকাপের আসরে চাহালের থেকে কুলদীপের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।


প্রাক্তন নির্বাচক সুনীল যোশী বলেন, ''বিশ্বকাপ এখনও অনেকটা সময় রয়েছে। তবে যেই ছন্দে কুলদীপ রয়েছে, তাতে ওর বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়া কোনও সমস্যাই নয়। শুধু কুলদীপকে আরও ধারাবাহিক হতে হবে। কীভাবে নিজেকে ও তৈরি করছে আগামী সাত আট মাসে, তার ওপর নির্ভর করছে সব।''


চাহালকে স্কোয়াডে রাখবেন না? যোশী বলছেন, ''আমার মনে হয় না। কারণ আমি আমার স্কোয়াডে জাডেজাকে রাখব। ব্যাক আপ স্পিনার হিসেবে থাকবে অক্ষর পটেল। যদি অতিরিক্ত একজন লেগস্পিনার নিতে হয়, তবে রবি বিষ্ণােইয়ের কথা ভাব। কারণ ওর গতি চাহালের থেকেও বেশি, আর ফিল্ডার হিসেবেও চাহালের থেকে অনেক ভাল বিষ্ণোই।''