কলকাতা:  এসএসসি মামলায় (SSC Recruitment Case) যুক্ত করা হল সিবিআই-কে (CBI), নির্দেশ সিঙ্গল বেঞ্চের। এই মামলায় এফআইআর দায়ের করবে সিবিআই(Calcutta High Court)। কিন্তু সোমবার পর্যন্ত কোনও এফআইআর করতে পারবে না সিবিআই, জানাল কলকাতা হাইতোর্টের ডিভিশন বেঞ্চ। বাকিদের জিজ্ঞাসবাদের উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না, জানাল তারা। স্থগিতাদেশ না দিতে আগেই আবেদন করেছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহাকে কোনও জিজ্ঞাসাবাদ নয় বলেও জানাল ডিভিশন বেঞ্চ। সোমবার এই মামলার নির্দিষ্ট বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চেই হবে শুনানি, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। 


এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদ না, সাফ জানাল ডিভিশন বেঞ্চ


গ্রুপ ডি মামলায় আগেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ করা হয়েছিল ডিভিশন বেঞ্চের তরফে। অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের নেতৃত্বে গঠন করা হয়েছিল বিশেষ কমিটি। একই মামলায় কি আবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যায়? প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ। যুক্তি দেওয়া হয় যে, কমিটি এখনও তদন্ত করছে। অভিযোগ তো সেই কমিটির কাছে জানানো যায়! না হলে তো দুটো সমান্তরাল বিচারপ্রক্রিয়া হয়ে যাবে বলে মন্তব্য করেন বিচারপতি সৌমেন সেন।


শুক্রবারই বিতর্কিত ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। জানিয়ে দেওয়া হয়, এই ৯৮ জন গ্রুপ ডি কর্মী হিসেবে প্রবেশ করতে পারবেন না। জেলা স্কুলপরিদর্শকরা আদালতের নির্দেশ পালন সুনিশ্চিত করবেন। বিতর্কিত ৯৮ জনের নিয়োগের সুপারিশ তারা করেনি, আদালতে জানান এসএসসি কর্তৃপক্ষ। আদালতের সামনে দেওয়া সাক্ষ্য এবং নথি অবিলম্বে সিবিআই-কে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। আজকের মধ্যেই এসপি সিন্হা ছাড়া বিশেষ কমিটির ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলবের নির্দেশ দেওয়া হয়। 


আরও পড়ুন: SSC Group D Recruitment: বেতন পাবেন না ৯৮ জন, এফআইআর দায়ের করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের


বৃহস্পতিবার রাত আড়াইটে পর্যন্ত জেরা এসপি সিনহাকে


সিঙ্গল বেঞ্চ আরও জানায়, প্রয়োজন মনে করলে এস পি সিনহাকে আবার করা যেতে পারে জিজ্ঞাসাবাদ। যে বা যাঁরা আসবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে আদালত। এর বাইরে দরকার মনে করলে যে কোনও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সোমবারের মধ্যে সিবিআই এবং শিক্ষা সচিব রিপোর্ট পেশ করবেন বলে নির্দেশ দেয় আদালত। সন্ধেবেলায় হাজিরার কথা জানতে পেরে, আদালতের আশ্রয় নিতে দেরি হয়েছে বলে জানান এসপি সিনহার আইনজীবীরা। জানানো হয়, তাই এস পি সিনহা শেষ মুহূর্তে নিজাম প্যালেসে গিয়েছেন। যদিও এর আগে দুপুর ২টোয় হাজিরা নির্দেশ জানতে পারেন বলে জানিয়েছিলেন এস পি সিনহা। তাই সিবিআই জানায়, রিপোর্টে রেকর্ড আছে এস পি সিনহার।