সৌভিক মজুমদার, কলকাতা : SSC-র নিয়োগ দুর্নীতি মামলায়, সিবিআইয়ের কাছে হাজিরা দেবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়?  মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিলেও বুধবার ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি।


ডিভিশন বেঞ্চে মামলার শুনানি
সোমবার গ্রুপ-D নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি। সূত্রের খবর, রিপোর্টে দাবি করা হয়,তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে যুগ্মসচিব যে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছিল তা বেআইনি। এর আগে, SSC’র নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে বলেছিলেন, মন্ত্রীর চেম্বারে উপদেষ্টা কমিটির কোনও বৈঠক হয়েছিল কিনা, বা বৈঠক সম্পর্কে মন্ত্রী কিছু জানতেন কি না, সেটা তদন্তসাপেক্ষ। CBI চাইলে তা খতিয়ে দেখতে পারে।


তার প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলের মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেন, প্রয়োজন মনে করলে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতারও করতে পারবে CBI। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বুধবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি। 

আরও পড়ুন :


হাওড়া স্টেশনে নেমেই সর্বস্ব লুঠ ! বিশ্বাস করে সব খোয়ালেন বৃদ্ধ দম্পতি




পার্থ প্রসঙ্গে কটাক্ষ অধীরের
এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ' এএসসির নামে লুঠ হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী ভাগ খেয়েছেন, তাঁর নির্দেশে জ্ঞানত দুর্নীতি হয়েছে। '


পার্থপ্রসঙ্গে কটাক্ষ দিলীপের 
উনি ধৃতরাষ্ট্র সেজে ছিলেন। ওঁর চোখের সামনে সব ঘটেছে। কোনও ব্যবস্থা নেন নি। অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বাকি জীবন কাটবে। এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের।