কলকাতা: প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পর, বিলম্বিত বোধোদয় শিক্ষা দফতরের। এখন থেকে এসএসসি পরীক্ষার ওএমআর ১০ বছর সংরক্ষিত থাকবে। জানালেন শিক্ষামন্ত্রী।


OMR দুর্নীতি ,OMR কারচুপি,OMR-এর তথ্য় লোপাট ২০১৬-র SSC দুর্নীতিকাণ্ডে এমনই ভয়ঙ্কর সব অভিযোগ ওঠে। আর এই কারসাজির নেপথ্য়ে গাজিয়াবাদের এক সংস্থার নাম উঠে আসে। NYSA কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড যেখানে, শূন্য পাওয়া প্রার্থীদের নম্বর, মূল্যায়নকারী সংস্থার হার্ডডিস্ক থেকে জাদুবলে কমিশনের ওয়েবসাইটে হয়ে গেছিল ৫৩।পরীক্ষার্থীরা কেউ শূন্য়, ১ বা ২ পেয়েছিলেন, অথচ কমিশনের সার্ভারে তাঁদের নম্বর দেখানো হয়েছিল ৫০, ৫২ কিংবা ৫৩। আবার উল্টোটাও হয়েছে। মূল্যায়নকারী সংস্থার সার্ভারে এক পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর ছিল ৪০। অথচ দেখা যায় কমিশনের সার্ভারে তা কমে হয়ে গেছে ১০।


কী সিদ্ধান্ত নেওয়া হল?


তাৎপর্যপূর্ণভাবে, ২০১৬ সালেই পরীক্ষার্থীদের OMR শিট ১ বছরের মধ্য়ে নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল সার্ভিস কমিশন। আর এবার ২০১৬ সালে চাকরিতে যোগ দেওয়া প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, “এখন থেকে ১০ বছর ওএমআর সংরক্ষণ করা হবে। এসএসসি পরীক্ষার ওএমআর ১০ বছর সংরক্ষিত থাকবে।’’


২০১৬ সালে স্কুলের চাকরি পাওয়া, ২৫ হাজার ৭৫৩ জনের প্য়ানেল সোমবার বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। বারবার প্রশ্ন উঠছে, এই বিপর্যয়ের দায় কি করে এড়াতে পারে রাজ্য় সরকার ও স্কুল সার্ভিস কমিশন? এই প্রেক্ষাপটে গতকালই কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। দায়ের করা হয়েছে স্পেশাল লিভ পিটিশন। SSC সূত্রে দাবি, CBI এবং তাদের কাছে থাকা তথ্য মিলিয়ে একটি পরিসংখ্যান আদালতে জমা দেওয়া হয়েছিল। তারপরও কেনও সম্পূর্ণ প্যানেল বাতিল করল কলকাতা হাইকোর্ট? এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। পাশাপাশি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। একইদিনে মামলা দায়ের করেছে মধ্যশিক্ষা পর্ষদও।                


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Weather Update: তীব্র গরমে পুড়ছে রাজ্য, ৫০ বছরের রেকর্ড ছুঁয়ে ফেলল তিলোত্তমা