সৌভিক মজুমদার, কলকাতা: নবম-দশমের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। ১৭ জুন পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ, জানাল আদালত। ২০১৬ সালের এসএলএসটি-র নম্বর প্রকাশের নির্দেশ হাইকোর্টের। নবম-দশমে শিক্ষক নিয়োগের নম্বর বিভাজন প্রকাশ করার নির্দেশ।


কী জানান হয়েছে হাইকোর্টের তরফে? 



  • ‘প্যানেল ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা নম্বর সহ প্রকাশ করতে হবে’

  • ‘অনলাইন অ্যাপ্লিকেশনগুলিও আপলোড করতে হবে’

  • ‘নবম-দশমের শিক্ষক নিয়োগের মূল প্যানেল ও ওয়েটিং লিস্ট’

  • ‘মূল প্যানেল ও ওয়েটিং লিস্ট প্রকাশ করলেও নামের পাশে কোনও নম্বর নেই’

  • ‘এখান থেকেই সন্দেহের উদ্রেক হয়’

  • ‘নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছে এসএসসি’

  • ‘নম্বর প্রকাশ করলে কার কি ক্ষতি হত সেটা স্পষ্ট নয়’

  • ‘প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বলে মামলা গ্রহণযোগ্য নয়’

  • ‘রাজ্যের এই যুক্তি গ্রহণযোগ্য নয়’

  • ‘প্যানলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগ বেনিয়মের অভিযোগ’

  • ‘এই অভিযোগে রাজ্যে বেশ কয়েকজনের নিয়োগ বাতিল করেছে’

  • ‘সরকারি সমস্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকা প্রয়োজন’

  • ‘শুধু সরকারি কেন, সমাজের সর্বস্তরে স্বচ্ছতা থাকা প্রয়োজন’



এসএসসি-কে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্যানেলে অস্বচ্ছতার অভিযোগে মামলা করেন এক চাকরিপ্রার্থী। সেই মামলাতেই নির্দেশ হাইকোর্টের। এদিন এসএসসি নিয়ে পর্যবেক্ষণ করে এমনটাই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 


সম্প্রতি দুর্নীতি রোধে শিক্ষক নিয়োগ বিধিতে (Teacher Recriutment Rule) বদল আনছে এসএসসি (SSC), এমনটাই খবর। জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগে এ বার পরীক্ষা শুধু ওএমআর শিটে (OMR Sheet)। পাশাপাশি শিক্ষক নিয়োগে ফিরিয়ে আনা হবে ইন্টারভিউ (Interview)। সূত্রের খবর, কমিশনের এই নিয়োগ বিধিতে বদলের প্রস্তাব যাচ্ছে সরকারের কাছে।


ইতিমধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে সহকারী শিক্ষক ও প্রদান শিক্ষকের জন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। জানা যাচ্ছে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে প্রায় ২০ হাজার শূন্যপদে নিয়োগের ভাবনা নেওয়া হচ্ছে। আর নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের আগে বিধি বদলের তোড়জোড়।


Education Loan Information:

Calculate Education Loan EMI