প্রকাশ সিনহা, কলকাতা: আদালত চত্বরে ফের বিস্ফোরক কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  (Abhishek Banerjee) নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। বিচারকের কাছে লিখিত অভিযোগ করেছি', মন্তব্য নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের মামলায় আজ ফের আলিপুরের বিশেষ আদালতে পেশ করা হল কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় গিয়েছে, নতুন কী তথ্যপ্রমাণ উঠে এসেছে, তা জানিয়ে এই তিনজনের জামিনের বিরোধিতা করা হবে। 

আদালতে ঢোকার মুখে বিস্ফোরক মন্তব্য কুন্তল ঘোষের। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলা মানে আমাদের বুক চওড়া হওয়া। দলের নেতাদের নাম বলতে বলপূর্বক চাপ দিচ্ছে এজেন্সি। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম বলানোর চেষ্টা হচ্ছে, বিস্ফোরক দাবি করেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। গতকাল শহিদ মিনারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় এজেন্সি। আজ অভিষেকের সুরেই কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেন কুন্তল। 

আরও পড়ুন, ভালবেসেছিলেন ভারতীয় যুবককে, কানাডা থেকে বিয়ে করতে এসে সেই প্রেমিকের হাতেই খুন যুবতী

নিয়োগ-দুর্নীতি মামলায় আজ কুন্তলকে ব্যাঙ্কশাল কোর্টে ইডি-র বিশেষ আদালতে তোলা হয়। আগের দিন কুন্তলের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। সেখানে কুন্তলের প্রভাবশালী-যোগ ও ২ কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগের স্বপক্ষে যাবতীয় তথ্যপ্রমাণ আজ আদালতে জমা দেবে ইডি। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে ইডি সূত্রে খবর। 

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির ৫২ দিনের মাথায়, যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষকে বহিষ্কার করেছে দল।কিন্তু কুন্তল এদিন বারবার বোঝানোর চেষ্টা করলেন, তিনি দলের পাশেই আছেন। এর আগে তিনি বলেন, 'আমরা মা-মাটি-মানুষের আদর্শ দলের লোক, কিন্তু আমরা ওই ধরনের ভয়কে আমরা পাত্তা দিই না। আমরা বুক সিনা করে চলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলে দিয়েছেন, একটা কথা বলতে পারি, কেন্দ্রীয় সংস্থা যেভাবে আমাদের হেনস্থা করছে এবং আমাদের নাম বলানোর চেষ্টা করছে আমাদের দিয়ে।'