কলকাতা: একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC). SSC-র তিনটি ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। প্যানেল ও ওয়েটিং লিস্ট ধরে একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকায় প্রায় ১৯০০০ চাকরিপ্রার্থীর নাম রয়েছে। যদিও শূন্যপদ রয়েছে ১২ হাজার ৪৪৫। চলতি নাসের শেষ দিকেই সুপারিশপত্র বিতরণ শুরু হয়ে যেতে পারে বলে খবর। শুধু একাদশ-দ্বাদশের পরীক্ষার্থী, অথচ প্যানেলে নাম নেই, সেই চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ কী, উঠছে প্রশ্ন। (SSC Recruitment) (SSC Recruitment)
SSC-র তিনটি ওয়েবসাইট, https://westbengalssc.com, https://oldwestbengalssc.com, https://wbsschelpdesk.com -এর মধ্যে যে কোনও একটিতে গিয়ে প্যানেল এবং ওয়েটিং লিস্ট সংক্রান্ত খুঁটিনাটি ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আলাদা করে অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে SSC. সুপারিশপত্র পেতে পারেন বলে অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮০০০ চাকরিপ্রার্থী। (SSC Exams Merit List)
বিধানসভা নির্বাচনের আগেই SSC-র মেধাতালিকা প্রকাশিত হতে পারে বলে খবর মিলেছিল আগেই। সেই মতো বুধবার সন্ধের কিছু পরে একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করে SSC. ওই মেধাতালিকায় প্যানেল এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় ১৯০০০ জনের নাম রয়েছে। অর্থাৎ প্যানেলে যাঁদের নাম রয়েছে, তাঁরাও মেধাতালিকায় জায়গা পেলেন, আবার ওয়েটিং লিস্টে নাম থাকারাও জায়গা পেলেন।
SSC সূত্রে খবর, চলতি মাসের শেষ দিক থেকেই চাকরিপ্রার্থীদের হাতে সুপারিশপত্র তুলে দেওয়ার চেষ্টা হবে। সব ঠিক থাকলে ২৭ জানুয়ারি থেকে সুপারিশপত্র তুলে দেওয়ার কাজ শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে, SSC-র জন্য সুপ্রিম কোর্টের তরফে ২০২৬ সালের অগাস্ট মাস পর্যন্ত সময়বৃদ্ধি করা হয়। যদিও বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলার লক্ষ্য নিয়েছিল রাজ্য সরকার। সেই মতো ডিসেম্বরের গোড়া থেকেই শুরু হয়েছিল তথ্য যাচাইয়ের প্রক্রিয়া।
SSC-র ইন্টারভিউ পর্বে দাগি প্রার্থীরা অংশ নিয়েছেন বলে বিতর্ক দেখা দিয়েছিল। তাঁদের নামও বাদ গিয়েছে। নাম বাদ গিয়েছে অযোগ্য প্রার্থীদের। ইন্টারভিউ পর্বেও উতরোতে পারেননি অনেকে। সব মিলিয়ে ১৮৫০ জন চাকরিপ্রার্থীর নাম বাদ গিয়েছে। প্রকাশিত হয়েছে সেই তালিকাও। ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে। আদালতের নির্দেশে পরে আরও বেশ কিছু চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকে SSC. ভুল তথ্য় দেওয়াতেও নাম বাদ গিয়েছে বেশ কিছু জনের। তাঁরা জাতি শংসাপত্র এবং অভিজ্ঞতা নিয়ে ভুয়ো তথ্য পেশ করেন বলে জানা গিয়েছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI