রুমা পাল, কৌশিক গাঁতাইত ও বিটন চক্রবর্তী, কলকাতা: বিহারে মহাজোটের মহা পরাজয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বিরোধী শিবির। এই প্রেক্ষাপটে, নীতীশ কুমারের ভূয়সী প্রশংসা করে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন দলেরই আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিন্হা। এনিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবিষয়ে এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হলে শত্রুঘ্ন সিন্হার কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে, সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন, এই বার্তা বিহারীবাবুর বিহারের প্রতি অভিনন্দন। বিহারে 'ডবল সেঞ্চুরি' হাঁকিয়েছে নীতীশ কুমার ও নরেন্দ্র মোদির জোট। উল্টোদিকে হাফ সেঞ্চুরিরও ধারেকাছে পৌঁছতে পারেননি তেজস্বী যাদব-রাহুল গান্ধী!মহাজোটের মহা পরাজয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিরোধী শিবির। এবার এনিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, 'জেলে বসেই তোলাবাজি জীবনকৃষ্ণ সাহার' ! অডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
এই প্রেক্ষাপটে, নীতীশ কুমারের ভূয়সী প্রশংসা করে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন দলেরই আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিন্হা। মমতা বন্দ্যোপাধ্য়ায়, তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের শরিক একাধিক দল ও ব্যক্তিকে ট্য়াগ করে x হ্য়ান্ডেলে তিনি লিখেছেন, বিহারবাসীকে অভিনন্দন। তাঁদের যে সরকার প্রাপ্য, যে সরকার গড়ার জন্য ভোট দিয়েছিলেন, সেই সরকারই পেয়েছেন তাঁরা। বিহারের সবচেয়ে প্রশংসিত, ভদ্র রাজনীতিবিদ নীতীশ কুমার। দীর্ঘ সময়ের, বিশ্বস্ত, পরীক্ষিত এবং সফল মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা। উনি বিহারের মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। তাঁর সঙ্গে যে ব্যক্তি ও দল আছে, তাদের সবাইকে কুর্নিশ। জয় বিহার! জয় হিন্দ!নীতীশ কুমারের সঙ্গে তাঁর একাধিক ছবিও পোস্ট করেছেন শত্রুঘ্ন সিন্হা। 'বিহারীবাবু'র 'বিহার কা লাল্লা'র প্রশংসায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দু বলেছেন, শত্রুঘ্ন সিন্হা তো, ওনার পরিচিতি, জনপ্রিয়তা, সবটাই বিহার কেন্দ্রিক। স্বাভাবিকভাবে উনি ওনার মাতৃভূমির যে অনুভূতি তাঁকে রেসপেক্ট করেছেন। বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে, যে তার একবার উপনির্বাচনে পরবর্তীকালে, সাধারণ নির্বাচনে দুবারের সাংসদ কেন এনডিএ-র মুখ্যমন্ত্রী বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন ? এর উত্তর তৃণমূল কংগ্রেসের যারা, সারাদিন আপনাদের সঙ্গে কথোপকথন করেন, তাঁরা বলতে পারবেন, অথবা মালিক বা ম্যানিজিং ডাইরেক্টর বলতে পারবেন কখন ? ' নিশানা বিরোধী দলনেতার।
মূলত শত্রুঘ্ন সিন্হা বলেন, 'বিহারের মানুষকে অভিনন্দন, তাঁদের যে সরকার প্রাপ্য, সেই সরকারই পেয়েছেন। সবচেয়ে প্রশংসিত, ভদ্র রাজনীতিবিদ নীতীশ কুমার। নির্ভরযোগ্য, পরীক্ষিত ও সফল মুখ্যমন্ত্রী। মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন।নীতীশের সঙ্গে যে ব্যক্তি ও দল আছে, তাদের সবাইকে কুর্নিশ', নীতীশ কুমারকে প্রশংসায় ভরিয়ে দিয়ে এক্স পোস্ট শত্রুঘ্ন সিন্হার। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে পোস্ট তৃণমূল সাংসদের।
আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার জন্ম বিহারে। বিজেপির হয়ে পাটনা সাহিব লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। পরে কংগ্রেস ঘুরে তৃণমূলে যোগ দেন। এবিষয়ে এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হলে শত্রুঘ্ন সিন্হার কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে, সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন, এই বার্তা বিহারীবাবুর বিহারের প্রতি অভিনন্দন। শত্রুঘ্ন সিন্হাকে ঘিরে তৃণমূলের অস্বস্তি এই প্রথম নয়। তৃণমূলনেত্রী যখন বার বার স্পষ্ট করে দিয়েছেন, কে কী খাবেন, কে কী পরবেন— তা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতেই 'আমিষ-নিরামিষ' নিয়ে শত্রুঘ্ন সিন্হার মন্তব্যে বিতর্ক হয়েছিল।এবার নীতীশ কুমারকে নিয়ে তাঁর মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।