কলকাতা: এসএসসি দেওয়া তথ্যে ৮ হাজার ৩২৪ জন অবৈধ, সুপ্রিম কোর্টে (Supreme Court)মানল স্কুল সার্ভিস কমিশন (SSC)। এই মুহূর্তে কোর্টের সামনে যে তথ্য এসেছে, তাতে প্রধান বিচারপতি যেটা বলেছেন, ৮ হাজার ৩২৪ জনের নিয়োগ হচ্ছে অবৈধ। এখন যদি ৮ হাজার ৩২৪ জনের নিয়োগ অবৈধ হয়, তাহলে গোটা প্যানেল বাতিল করার যুক্তি কী ? বিকাশ ভট্টাচার্যকে প্রধান বিচারপতি এই প্রশ্ন করেছেন।


'হাইকোর্টের কোনও রায়েই এই মুহূর্তে স্থগিতাদেশ নয়। জুলাইয়ে ফের শুনানি, সবপক্ষকে দিতে হবে নোটিস', নিয়োগ মামলার শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।  এসএসসি-র আইনজীবীকে প্রধান বিচারপতি ফের বলার সুযোগ দিয়েছেন। তাঁর কাছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্ন, যে কীভাবে তাঁরা পৃথকীকরণ করছেন ? যোগ্য কারা ? অযোগ্য কারা ? এটা আলাদা করা সম্ভব হচ্ছে কীসের ভিত্তিতে ? এসএসসি-র তরফ থেকে যেটা বলা হয়েছে,  নাইসার কাছে যে তথ্য রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে তাঁরা বলছেন। এবং নাইসার কাছে তথ্য মজুত রয়েছে।  পাশাপাশি সিবিআই তদন্তে নেমে যে তথ্য উদ্ধার করেছে, সেই তথ্যের ভিত্তিতেও তাঁরা বলছেন। অর্থাৎ সিবিআই তদন্তে নেমে নাইসার কাছ থেকে যে তথ্য উদ্ধার করেছে, সেই তথ্যের উপর নির্ভর করে, এসএসসি-র বক্তব্য হচ্ছে যে, কারা যোগ্য এবং কারা অযোগ্য, সেটাকে পৃথক করা সম্ভব হচ্ছে।এর উপর ভিত্তি করেই তাঁরা বলছেন।


'ওয়েটিং লিস্ট থাকা সত্ত্বেও কেন অতিরিক্ত শূন্য পদ? নিয়োগ প্রক্রিয়া বাতিল হলে ওয়েটিং লিস্টও তো বাতিল হয়ে যায়', রাজ্য সরকারের সওয়ালকেই প্রশ্ন সুপ্রিম কোর্টের। 'কোর্টের নির্দেশে শূন্য পদে কাউকে নিয়োগ করা হয়নি। কোর্টের নির্দেশের অপেক্ষা করেছি, তাও কেন সিবিআই?' সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে সওয়াল রাজ্য সরকারের। 'সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। হাইকোর্টের সিবিআই-নির্দেশ কি তারই অনুসারী বলে মনে হয় না?', রাজ্য সরকারের উদ্দেশে প্রশ্ন দেশের প্রধান বিচারপতির। 


আরও পড়ুন, ডোমকলের নতুন পাড়ায় অ্যাকশনে কেন্দ্রীয় বাহিনী, এলাকা ছাড়ল বহিরাগতরা


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।