কলকাতা: এসএসসি-র (SSC) নবম-দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে গেল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। মামলা বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যাওয়ার সম্ভাবনা। এসএসসি-র নবম-দশমে শিক্ষক নিয়োগ (SSC Recruitment Scam) সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে  রাজ্য। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা ওঠার সম্ভাবনা।


শুক্রবারই সিবিআই-কে তদন্তের দায়িত্ব দেয় হাইকোর্ট


কলকাতা হাইকোর্টের নির্দেশের পর শনিবারই এসএসসি-র নবম-দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় এফআইআর দায়ের করেছে সিবিআই। শুরু হযয়েছে তদন্ত প্রক্রিয়া। সিবিআই সূত্রে খবর, ডিএসপি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই সংক্রান্ত রিপোর্ট শনিবার কলকাতা হাইকোর্টে জমা দেবে সিবিআই। 


আরও পড়ুন: CHC: ভাদু শেখ খুনের তদন্ত করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের । Bangla News


শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করতে চায়ন কেন্দ্রীয় গোয়েন্দারা


শুক্রবারই এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি তাঁর নির্দেশে জানান, SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ বাকি সদস্যদের আবারও জিজ্ঞাসাবাদ করতে পারবেন CBI গোয়েন্দারা। মন্ত্রীর চেম্বারে উপদেষ্টা কমিটির কোনও বৈঠক হয়েছিল কিনা, বা বৈঠক সম্পর্কে মন্ত্রী কিছু জানতেন কি না, সেটা তদন্তসাপেক্ষ। CBI চাইলে তা খতিয়ে দেখতে পারে। কোনও রাজনৈতিক নেতাকে তদন্তের পরিধিতে আনতে CBI’-এর কোনও বাধা নেই।


নবম দশমে শিক্ষক নিয়োগে ফের অনিয়মের অভিযোগ উঠল।  কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের তরফে সুপারিশ পত্র দেওয়া ক্ষেত্রে ত্রুটি স্বীকার করে নেওয়া হয় বলে আদালত সূত্রে খবর। SSC-র হলফনামা তলব করেছেন বিচারপতি।