কলকাতা: প্রকাশিত হল একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফল। 'রেজাল্ট আপলোড করা হয়েছে', রাত ৯.৩০-র পর জানাল এসএসসি। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলাফল দেখতে হলে, আপনাকে www.westbengalssc.com এই অফিশিয়াল ওয়েবসাইটের ঠিকানায় ভিজিট করতে হবে। তাহলে জানা যাবে, ফলাফল।
আরও পড়ুন, একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ SSC-র
পুজোর আগেই হয়ে ছিল SSC পরীক্ষা। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের সেই পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করল সকুল সার্ভিস কমিশন।দিনভর কৌতূহলের পর শুক্রবার রাত সাড়ে ৯টার পর SSC জানায়, নিজেদের ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করা হয়েছে। কোনও মেধা তালিকা নয়, https://www.westbengalssc.com এ লগ ইন করে নিজের রোল নম্বর দিলে প্রাপ্ত নম্বর জানা যাবে বলে দাবি করেছে SSC। ফলপ্রকাশের পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশাল মিডিয়া লেখেন, ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্য অগ্রযাত্রা, এক প্রতিশ্রুতির পূর্ণতা। SSC জানিয়েছে, ১৭ নভেম্বর থেকে হবে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নথি পরীক্ষা। তারপর প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য যোগ্যদের তালিকা। SSC সূত্রে খবর, আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে নবম-দশমের শিক্ষক নিয়োগের ফল।
এদিকে যেদিন সকুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার রেজাল্ট বেরোল, ঠিক সেদিনই SSC পরীক্ষা নিয়ে একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করলেন কয়েকজন চাকরিপ্রার্থী। মামলাকারীদের হয়ে তাঁদের আইনজীবী আদালতে জানতে চান,আগের শিক্ষাগত অভিজ্ঞতার ভিত্তিতে যে নম্বর দেওয়া হবে সেটা ইন্টারভিউয়ের আগে দেওয়া হবে নাকি মেধাতালিকা প্রকাশের আগে? পাশাপাশি ২০১৬ সালে দুর্নীতির ভিত্তিতে চাকরি পাওয়া যাঁদের চাকরি বাতিল হয়েছে তাঁরা কেন শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পাবেন? এই প্রশ্নও তোলা হয়।কলকাতা হাইকোর্ট সূত্রে খবর,মামলা বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে উঠলে, তিনি মন্তব্য় করেন, SSC নবম - দশম এবং একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের ওপর।আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি।
একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। একাদশ-দ্বাদশে শূন্যপদ ছিল ১২ হাজার ৫১৪। ১৭ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা নথি পরীক্ষা। তারপর প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য তালিকা। আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে নবম-দশমের ফল। সংশ্লিষ্ট পরীক্ষার্থী অর্থাৎ যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার্থী কমিশনের ওয়েবসাইটে, লগইন করে রোল নাম্বার দিলে, একটা ভিউ বাটান পাওয়া যাবে, এবং সেখানে ক্লিক করলে, সংশ্লিষ্ট পরীক্ষার্থী তাঁর নিজের নাম্বার দেখতে পাবেন।