কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাতে একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ এসএসসির। 'রেজাল্ট আপলোড করা হয়েছে', রাত ৯.৩০-র পর জানাল এসএসসি। এদিকে চেষ্টা করেও রেজাল্ট দেখতে পারছেন না, অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের। কোনও মেধাতালিকা নয়, শুধু সংশ্লিষ্ট পরীক্ষার্থী জানতে পারবেন নিজের প্রাপ্ত নম্বর, জানাল এসএসসি। ৬০ নম্বরের মধ্যে প্রাপ্ত কত ? কমিশনের সাইট লগ-ইন করে রোল নম্বর দিয়ে জানা যাবে নম্বর, জানাল এসএসসি

Continues below advertisement

আরও পড়ুন, ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ নিয়েও 'সংঘাত'! কেন্দ্রের পাল্টা জবাব তৃণমূলের

Continues below advertisement

একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। একাদশ-দ্বাদশে শূন্যপদ ছিল ১২ হাজার ৫১৪। ১৭ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা নথি পরীক্ষা। তারপর প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য তালিকা। আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে নবম-দশমের ফল। 'প্রতিশ্রুতির পূর্ণতা, চাকরিহারাদের উদ্দেশে রাজ্য সরকারের আন্তরিক বার্তা', রেজাল্টের পর পোস্ট শিক্ষামন্ত্রীর।

রাজ্যের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং যার জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে, পরীক্ষা নিতে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। এবং সেই পরীক্ষা হয়েছে, ৭ এবং ১৪ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বরে যে পরীক্ষা হয়েছে, একাদশ-দ্বাদশ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে, শিক্ষক নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষার ফল আজকে, রাত সাড়ে ৯ টার পর ওয়েবসাইটে আপলোড করেছে।

দেখা যাচ্ছে পরীক্ষার ৫৪ দিনের মাথায়, ফলপ্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। যদিও এই ফল দেখে, পরীক্ষার্থীরা, তাঁর সুযোগ পাচ্ছেন কিনা, বা চাকরিহারা বা যারা এতদিন ধরে, রাস্তায় আন্দোলন করে, যারা হকের চাকরির দাবিতে রাস্তায় নেমেছিলেন, তাঁরা চাকরি পাচ্ছেন কিনা, এটা আজকের ফলাফলে স্পষ্ট হবে না। কারণ স্কুল সার্ভিস কমিশনের যে ফলাফল আজকে প্রকাশিত হয়েছে, তাতে কোনও তালিকা দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট পরীক্ষার্থী অর্থাৎ যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার্থী কমিশনের ওয়েবসাইটে, লগইন করে রোল নাম্বার দিলে, একটা ভিউ বাটান পাওয়া যাবে, এবং সেখানে ক্লিক করলে, সংশ্লিষ্ট পরীক্ষার্থী তাঁর নিজের নাম্বার দেখতে পাবেন। এবং যেটা জানা যাচ্ছে, এরপর একটা নথি পরীক্ষা শুরু হবে। অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। সেটা শুরু হবে ১৭ নভেম্বর থেকে, জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। 

আজকে যে একাদশ -দ্বাদশের ফলপ্রকাশ হয়েছে, সেখানে শূন্যপদ, ১২ হাজার ৫১৪। কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে, পরীক্ষার্থীদের একটা বড় অংশ দাবি করেছেন, সন্ধ্যার পর থেকে ফল প্রকাশিত হবে শুনছিলেন, কিন্তু সাড়ে নটার পর স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ফল আপলোড করা হয়েছে, কিন্তু তারপরেও ওই ওয়েবসাইট খোলা যায়নি বলে তাঁদের অভিযোগ।