কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : আজই প্রকাশিত হতে চলেছে SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট। সূত্রের খবর, প্রথমে নবম-দশমের পরীক্ষা হলেও আগে একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশ করবে SSC। তারপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ হতে পারে নবম দশমের। SSC সূত্র খবর, দু'টি পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৫ লাখ ২৫ হাজার। আজ, শুক্রবার  মোট সংখ্যা ১২ হাজার ৫১৪- শূন্যপদের জন্য ফলপ্রকাশ হবে। আজ সন্ধের দিকে কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। এই প্রক্রিয়া শেষ হলে, মাধ্যমিক স্তরের ফলপ্রকাশ হবে। একাদশ-দ্বাদশ শ্রেণিতে শূন্যপদের সংখ্যা ১২ হাজার ৫১৪ । 

Continues below advertisement

এরপর কীভাবে হবে নিয়োগ? 

স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এই ফল প্রকাশের পর অঞ্চল অনুসারে ইন্টারভিউ পর্ব চলবে। ইন্টারভিউর আগে সমস্ত নথি পরীক্ষা করা হবে SSC-র কেন্দ্রীয় কার্যালয়ে। এবার এই বিষয়ে বাড়তি সতর্ক কমিশন। প্রতি ১০০ শূন্য়পদ পিছু ১৬০ জনকে ডাকা হবে ইন্টারভিউ পর্বে। 

Continues below advertisement

আজকের এই  ফল দীর্ঘ প্রতীক্ষার পর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।   এই রেজাল্টই অনেক চাকরিহারার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ওঠার পর মামলা গড়ায় দেশের শীর্ষ আদালত পর্যন্ত। সেই পরীক্ষায় প্রচুর অস্বচ্ছতা দেখে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার পুরো প্যানেলই বাতিল করে দেয় কোর্ট। চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বলেছিল,পুরো বাছাই প্রক্রিয়াটিই কলঙ্কিত এবং সমাধানের বাইরে। বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে। তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে বাছাই প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেষে ২০১৬ সালের প্যানেলে চাকরি পাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে যায়। চাকরি যায় বহু শিক্ষাকর্মীদেরও।  সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর সম্প্রতি দাগিদের তালিকাও প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।  সুপ্রিম কোর্টের নির্দেশেই আবার নতুন করে পরীক্ষা হয়। মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিলেন যাঁরা, ফের যোগ্যতা প্রমাণ করতে পরীক্ষা দিতে হয় তাঁদেরও, যাঁদের সকলেরই স্বপ্ন ছিল শিক্ষকতার। আজ থেকে ৯ বছর আগে, সেই স্বপ্নকে ছুঁয়েওছিলেন । কিন্তু সীমাহীন দুর্নীতি, তাঁদের জীবনের সমস্ত হিসেবই গুলিয়ে দিয়েছে। তাই আজকের ফল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।