কলকাতা: শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বৈঠকের পরেও অনশন কর্মসূচি অব্যাহত। SSC দফতরের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন ৩ জন চাকরিহারা শিক্ষক। অনশন করছেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় ও প্রতাপকুমার সাহা। তাঁদের সঙ্গে অবস্থান করছেন আরও কয়েকজন চাকরিহারা। OMR শিটের মিরর ইমেজ প্রকাশ সহ একাধিক দাবিতে চলছে অনশন।

এদিকে, অনশনের জায়গায় ছাউনি টাঙানো ঘিরে উত্তেজনা। রোদ-বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাউনি দিতে গেলে চাকরিহারাদের বাধা দেওয়ার অভিযোগ। চাকরিহারাদের অভিযোগ, তাঁদের বাধা দেয় পুলিশ। SSC দফতরের সামনে ছাউনি টাঙানো যাবে না বলে জানান প্রশাসনিক আধিকারিককরা। চাকরিহারাদের সঙ্গে পুলিশ আধিকারিকদের উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে খবর।

আরও পড়ুন, নৌশাদের গাড়িতে ট্রাকের ধাক্কা ! ডোমজুড়ের অঙ্কুরহাটিতে দুর্ঘটনার কবলে ISF বিধায়কের গাড়ি..

 চাকরি বাতিল ইস্যুতে রণক্ষেত্রের আকার নিয়েছিল কলকাতার কসবা। একই দাবিতে জেলায় জেলায় আছড়ে পড়ে চাকরিহারাদের ক্ষোভ। যোগ্য়দের চাকরি ফেরানোর দাবি নিয়ে গিয়ে, পুলিশের হাতে মার খেয়েছিলেন চাকরিহারারা। প্রতিবাদে গিয়ে কেউ আবার পুলিশেরই পা ধরে কান্নাকাটি করতে থাকেন। রাজ্য জুড়ে চাকরিহারাদের DI অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়েছিল বুধবার।

চাকরি চেয়ে জুটল মার। পুলিশের পা ধরে কাঁদছিলেন শিক্ষক!কলকাতা থেকে জেলা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, চাকরি বাতিল ইস্যুতে, চাকরিহারাদের DI অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়েছিল বুধবার..।বর্ধমানে পুলিশের লাঠিচার্জ, বাঁকুড়ায় পুলিশের পা ধরে শিক্ষকের কান্না, মালদায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তমলুকে শিক্ষকদের পথ অবরোধ, বারাসতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, উত্তর চব্বিশ পরগনার বারাসতে জেলা পরিষদের সংযোজিত ভবনে এসএসসি অফিসের গেটে ঝুলছে তালা..।

গেটের বাইরে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। পুলিশি বাধার মুখে পড়ে চলেছিল ধস্তাধস্তি! পূর্ব বর্ধমানের কার্জন গেট থেকে র‍্যালি করে ডিআই অফিসে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। অফিসের গেটে তালা ঝোলাতে গেলেই আসে পুলিশি বাধা।শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জও করে পুলিশ।রাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয়েছিল বিক্ষোভ। 

চাকরিহারা শিক্ষক স্বর্ণলতা মণ্ডল বলেছিলেন,পুলিশ এখানে লাঠিপেটা করছে, মারমারি করছে। আমরা তো মরেই গেছি, এবার শুধুমাত্র পুলিশের কাছে দাবি, তোরা নিজেদের দায়িত্বে আমাদেরকে মেরে দে। কে(মুখ্যমন্ত্রী) গদি থেকে টেনে নেমে রাস্তায় ফেলুন।'বাঁকুড়ার কৃষকবাজার থেকে শুরু করে জাজ মোড় হয়ে, ডিআই অফিস অভিযানে নামেন চাকরিহারারা। সেখানে পৌঁছতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের। চাকরিহারা শিক্ষক গুলবাশ আলি বায়েন বলেন,'আমাদেরকে স্বেচ্ছা মৃত্যু দিয়ে দিক, এই যে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশকে বলব, গুলি চালিয়ে দিন আমাদের।'