শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আদালতে দীর্ঘ লড়াই শেষে যুদ্ধজয়। স্কুলে যোগ দিলেন ববিতা সরকার। এদিন কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দেন ববিতা। এই স্কুলেই শিক্ষকতা করতেন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন ববিতা সরকার। সেই মামলাতেই আদালতের নির্দেশে অঙ্কিতা চাকরি থেকে বরখাস্ত হন। তাঁর জায়গায় এদিন স্কুলে যোগ দিলেন ববিতা সরকার।


দীর্ঘ লড়াই:
প্রায় ৪ বছরের আইনি লড়াই শেষ। অবেশেষে সোমবার, স্বপ্নপূরণ হল শিলিগুড়ির ববিতা সরকারের। কলকাতা হাইকোর্টের (Kolkata HighCourt) নির্দেশে, মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দিলেন ববিতা। এই স্কুলেরই শিক্ষিকা ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে পদ থেকে সরিয়ে দেয় হাইকোর্ট। সেই জায়গায় নিয়োগ করতে বলা হয় মামলাকারী ববিতা সরকারকে। তারপরে, বেশ কিছু প্রক্রিয়া শেষে সোমবার তিনিই এই চাকরিতে যোগ দিলেন। এদিন মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ববিতা সরকার বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ছাত্রীদের শিক্ষা দেব।' ববিতার এই লড়াইয়ের সঙ্গী ছিলেন তাঁর স্বামী সঞ্জয় কর্মকার। তিনি বলেন, 'আমরা খুশি, দীর্ঘদিন ধরে লড়াই করছি। অবশেষে জয় পেলাম। ওর স্বপ্ন আজ পূরণ হল। যে টাকা পেয়েছে, তা সমাজ কল্যাণে খরচ করা হবে।'


কবে শুরু লড়াই:
২০১৮ সালে, পরেশ অধিকারী ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পরই তাঁর মেয়ে অঙ্কিতার সরকারি স্কুলে চাকরি হয়। তারপরেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে, দুর্নীতির অভিযোগে মামলা করেন ববিতা সরকার। তাঁর অভিযোগ ছিল, প্রথম মেধাতালিকায় পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নামই ছিল না। কিন্তু, পরে নতুন যে মেধাতালিকা হয়, সেখানেই অঙ্কিতা অধিকারীর নাম এক নম্বরে চলে আসে। এর ফলে, ববিতা সরকারের থেকে কম নম্বর পেয়েও, তৃণমূল নেতা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়ে যান। দীর্ঘদিন এই মামলা চলার পরে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, ববিতা সরকারকে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর, সোমবার মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগ দিলেন ববিতা সরকার।


মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া বলেন, 'কোর্টের নির্দেশ মতো ও জয়েন করল, আমরা খুশি। আমাদের শিক্ষিকা কম ছিল, একজন শিক্ষিকা হল।' এদিন, স্কুলের গেটের বাইরে ববিতা সরকারকে বিজেপির তরফে সংবর্ধনা দেওয়া হয়। 


শিক্ষা প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া:
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী বলেন, 'আদালতের নির্দেশে যোগদান করেছেন। আমি আদালতের সিদ্ধান্তকে সম্মান করি।'


আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের পর বিয়ে, স্ত্রীর ওপর অ্যাসিড হামলা প্রাক্তন স্বামীর