কলকাতা: নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের পর জোর নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি বলেন, 'ছাব্বিশ হাজার চাকরির জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়'। 'যোগ্য বলে যে ৭ হাজার কার্ড দিল, তার মানে ১৯ হাজার অযোগ্য ?' বড় প্রশ্ন শুভেন্দুর।
আরও পড়ুন, যাঁদের অযোগ্য বলা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে কী কী প্রমাণ আছে আমি দেখব : মুখ্যমন্ত্রী
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারা বলেন, 'আপনি ও আপনার ভাইপো, যে চাকরিগুলি বিক্রি করেছেন, পার্থ এবং সুজয়কৃষ্ণের মাধ্যমে, তাঁদের বাঁচাতে ১৯ হাজার যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীকে হাতে ধরে কোতল করলেন আপনি। ক্ষমার অযোগ্য।' চাকরিহারারা চাইলে আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানে থাকবেন বলেই জানিয়েছেন বিরোধী দলনতা। প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি থাকব। আমার অনুগামী রয়েছে। আমি ১ লাখ লোক নিয়ে যাবো। পতাকা ছাড়া যাব।
এরপর চাকরিহারাদের সরাসরি প্রশ্ন করেন শুভেন্দু যে, 'এই যোগ্য বলে যে ৭ হাজার কার্ড দিল, সেটা ওরা জানল কীকরে ? তারমানে ১৯ হাজার অযোগ্য ? ক্ষোভপ্রকাশ করে গর্জে ওঠেন শুভেন্দু। আপনি (মুখ্যমন্ত্রী) প্রথমদিন বললেন ২৬ হাজারের শুনব। এই ৭ হাজার যোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় জানলেন কীকরে ? অভিজিৎ বাবু যাদেরকে অযোগ্য বলেছেন সেই সংখ্যাটা তো ৬ হাজার। কিন্তু ভিতরে ঢুকিয়েছে ৭ হাজার। বাকিদেরকে অযোগ্য বলছে !? এবং আরও আপত্তিকর এটাই, কার্ডে লেখা যোগ্য। তারমানে যারা কার্ড পাননি, তাঁরা আজকে বাড়িতে ফিরে যাবে, যে আমরা অযোগ্য Declare by the State Government !'