কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ED কোর্টে আত্মসমর্পণের পর এবার জামিন পেলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রীকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে কোর্টে আবেদন জানিয়েছিল ED। সাক্ষীদের প্রভাবিত করছেন রাজ্যের মন্ত্রী, আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে ED। এক সপ্তাহ সময় দেওয়ার আবেদন জানিয়েছিলেন চন্দ্রনাথের আইনজীবী। আদালতের তরফে বলা হয়েছে, আগামী শুক্রবারের মধ্যে ED-র আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে। ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি, ততদিন বোলপুরেই থাকতে হবে চন্দ্রনাথ সিংহকে।
নিয়োগ দুর্নীতি মামলায় গত আগস্টে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ED। মন্ত্রী চন্দ্রনাথ সিংহর দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা জমা পড়েে। এই টাকা জমা পড়েছিল ২০১৬-২০২১-এর মধ্যে, এমনই খবর ED সূত্রে। প্রথম থেকেই ইডি-র তরফে অভিযোগ আনা হচ্ছিল, চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে যে ৪০ লক্ষ টাকা তারা বাজেয়াপ্ত করেছিল, তার কোনও হিসাব তিনি দিতে পারেননি। যে চার্জশিট জমা পড়ে, তাতে ইডি-র তরফে একটি চাঞ্চল্যকর অভিযোগ পেশ করা হয়। সেই অনুযায়ী তারা দাবি করে, চন্দ্রনাথ সিনহার দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বোলপুরে।
তাঁর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট যখন ব্যাঙ্ক থেকে নেওয়া হয়, সেটা খতিয়ে দেখা যায় যে, ২০১৬ সাল থেকে ২০২১ সাল, এই পাঁচ বছরের মধ্যে চন্দ্রনাথ সিনহার এই দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকা নগদ জমা পড়েছে। ক্যাশ ডিপোজিট হয়েছে। এই তথ্য সামনে রেখে ইডি-র তরফে দাবি করা হয়, যখন চন্ত্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কোনও সঠিক তথ্য দিতে পারেননি। একাধিক অভিযোগ জমা পড়ে চার্জশিটে।
ED-র আইনজীবী জানিয়েছেন, ''আমরা চন্দ্রনাথ সিংহকে সাতদিনের হেফাজতে চেয়েছি। আগামী ১৬ সেপ্টেম্বর এর শুনানি রয়েছে। দেখা যাক কী হয়।'' এদিকে রাজ্যের এই মন্ত্রী ব্যক্তিগত বন্ডে জামিন পেলেও বেশ কিছু শর্ত মানতে হবে তাঁকে। নিজের বিধানসভা কেন্দ্র ও কলকাতার বাইরে আর কোথাও যেতে পারবেন না চন্দ্রনাথ সিংহ। শুনানি শেষ না হওয়া পর্য়ন্ত এই নিয়ম লাগু থাকবে। পার্থ চট্টোপাধ্যায়ের পর রাজ্যের প্রথম কোনও মন্ত্রী যার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল।