কলকাতা: আজ রামনবমীকে ঘিরে গোটা রাজ্যেই উদযাপনে মেতেছে শাসক ও বিরোধী দল। ওদিকে ভেজা চোখে রাত পেরোনোর অপেক্ষায় চাকরিহারারা। কারণ সোমবার চাকরিহারাদের সংগঠনের সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তবে কোনও সমবেদনা পেতে নয়, বরং চাকরিহারাদের বাঁচানোর দায় যে রাজ্য সরকারেরই, সে কথাই জানাবেন তাঁরা। এদিকে এসএসসি মামলায়, রাজ্যকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। এহেন পরিস্থিতিতে মুখ খুললেন কুণাল ঘোষ।

আরও পড়ুন, সোমবার চাকরিহারাদের সংগঠনের সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী

তিনি বলেন, 'দয়া করে মুখ্যমন্ত্রী কী বার্তা দিচ্ছে , সেটা শুনুন। আমাদের কাছে একাধিক সূত্র থেকে খবর আসছে, কালকের সভায়, একাধিক বিরোধী দলের মদতে, পরিকল্পিতভাবে, প্ররোচনা দিয়ে, গন্ডোগোল সৃষ্টির চেষ্টা করতে পারে। যে বিরোধীদলগুলি চাকরি খাবার রাজনীতি করেছে,তাঁরা চায় না মুখ্যমন্ত্রী যে কথাগুলি বলবেন, সেটা সবাই শুনুক। যে ওখানে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে, কিছু কিছু লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে।'

 সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা  চিন্ময় মণ্ডল বলেন,আমরা যদি দেখি কোনও অযোগ্যকে চিহ্নিত করি,' ওখানে তাহলে আমরা কিনতু ঝামেলা করব ওখানেই। বয়কট করব। অবৈধদের বাতিল করলে এই সমস্যা হত না।'সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল বলেন, 'আমাদের জন্য রাজ্য সরকার কম দায়ী নয়। কীভাবে বাঁচাবেন আপনি বুঝুন।সেটাই কাল বলতে যাব।'সম্প্রতি লন্ডনে মুখ্য়মন্ত্রীর বকতৃতার মাঝে বিক্ষোভ দেখিয়েছিল সিপিএম-বিজেপি। সেই প্রসঙ্গ টেনে নেতাজি ইন্ডোরের সভা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে যে, কালকের (সোমবার) সভায় একাংশ বিরোধী দলের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গন্ডগোল সৃষ্টির চেষ্টা করতে পারে। আগামীকাল মুখ্যমন্ত্রীর সভায় এই সিপিএম, এই বিজেপি, এখানকার কংগ্রেসের একাংশ এরা যে বিশৃঙ্খলা তৈরির চক্রান্ত করেছে।  আমাদের নজর থাকবে। প্রশাসনের নজর থাকবে। যদি কেউ ভিতর থেকে ডিস্টার্ব করার চেষ্টা করে, আইডেনটিফায়েড হয়ে যাবে।'এনিয়ে পাল্টা মুখ খুলেছে সিপিএম এবং বিজেপি। 

সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেছেন, এসব স্টান্টবাজি না করে যোগ্যদের জন্য ইন্টারিফ রিলিফ দেওয়া হোক। SSC-র মধ্যে আর এই প্রক্রিয়া চালানো যাবে না। কোর্ট নিযুক্ত কমিটি দিয়ে নিয়োগ করতে হবে। রাজনীতির আকচাআকচি নয়। চাকরিহারা এই তরুণ-তরুণীরা চান সুরাহা। কারণ, প্রশ্নটা এখানে তাঁদের ভবিষ্য়তের।