সৌভিক মজুমদার, কলকাতা: এসএসসি ভবনে (SSC Bhavan) ঢোকায় মিলল ছাড়পত্র। আগের নির্দেশ (regulation) সংশোধন করে অনুমতি দেওয়া হল কয়েকজনকে। কমিশনের চেয়ারম্যান, স্টেনোগ্রাফার, সচিব, সহ-সচিব ঢুকতে পারবেন এসএসসি ভবনে। এসএসসি ভবনের ভিতর ঢুকতে পারবেন চেয়ারম্যানের পরামর্শদাতাও।


হাইকোর্টের (High Court) নির্দেশের পরেই এর আগে এসএসসি অফিসের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআরপিএফ। এসএসসি অফিসের ভিতরে থাকা পুলিশ কর্মীদের বাইরে বেরোতে দেওয়া হয়নি। ঢুকতেও দেওয়া হয়নি কাউকে। গাড়িতে চড়ে অফিসের সামনে হাজির হয়েছিলেন এসএসসি সচিব। নিষেধাজ্ঞার জেরে ফিরতে হয়েছিল এসএসসি-র সচিবকেও।


হাইকোর্টের নির্দেশের পরই দায়িত্ব নেয় সিআরপিএফ


হাইকোর্টের নির্দেশের পরেই গতকাল গভীর রাতে এসএসসি অফিস ঘিরে ফেলে সিআরপিএফ। রাত ২টো ৫০ মিনিটে আচার্য সদনের সামনে পৌঁছয় সিআরপিএফের (CRPF) ২টি ভ্যান। এসএসসি অফিসের দুটি গেটই বন্ধ থাকায় গেট টপকে ভিতরে ঢোকেন সিআরপিএফ আধিকারিক-সহ জওয়ানরা। গেটের বাইরেও মোতায়েন করা হয় কয়েকজন সিআরপিএফ জওয়ানকে। 


আরও পড়ুন: Nadia: পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মৃত ৩ বছরের শিশু, প্রতিবাদে পথ অবরোধ বাসিন্দাদের


এরপর ভিতরে মোতায়েন রাজ্য পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন সিআরপিএফ আধিকারিকরা। প্রায় আধঘন্টা পরে খুলে দেওয়া হয় গেট। এসএসসি অফিসের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআরপিএফ। এসএসসি অফিসের ভিতরে থাকা পুলিশ কর্মীদের বাইরে বেরোতে দেওয়া হয়নি। 


SSC’র নিয়োগ-দুর্নীতি মামলায় প্রায় মধ্যরাত অবধি কলকাতা হাইকোর্টে বেনজির শুনানি। মামলাকারীদের তরফে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ শুনে একের পর এক কড়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘বুধবার রাত সাড়ে বারোটা থেকে, CRPF’-এর নিরাপত্তায় মোড়া থাকবে SSC দফতর। ‘বৃহস্পতিবার SSC দফতরের CCTV ফুটেজ জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে’। SSC’র নিয়োগ দুর্নীতির মামলায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়, বুধবার বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই।