আবির দত্ত, কলকাতা : ‘এসএসসি দুর্নীতিকাণ্ডে সুবীরেশের কী ভূমিকা ছিল ?’ সরাসরি এমন প্রশ্নই রেখেছিলেন বিচারপতি। যার উত্তরে আদালতে আইও-র দাবি ‘নিয়োগ দুর্নীতির প্রাপ্ত নম্বর কারচুপির প্রধান লোক’।‘নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র, সহযোগিতা করছেন না সুবীরেশ ভট্টাচার্য’।  সিবিআই হেফাজতে থাকার ৭ দিন পর সোমবার ফের আলিপুর আদালতে পেশ করা হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার প্রাক্তন সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya)। যেখানে নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে তাঁকে আদালতে পেশ করার আদালতের তিরস্কারের মুখে পড়তে হয় আইওকে। যদিও সেই পর্ব মিটিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার সুবীরেশ ভট্টাচার্যকেই নম্বর কারচুপি-র বিষয়ে প্রধান লোক তকমা দিয়ে আরও হেফাজতের দাবি জানানো হয়। সওয়াল করেন সুবীরেশের আইনজীবীরাও।


'আনতে কেন দেরি হল ?’


‘আদালতে সুবীরেশ ভট্টাচার্যকে আনতে কেন দেরি হল ? নিজাম প্যালেস থেকে আলিপুর আদালতে হেঁটে আসলেও এরকম হয় না’, সুবীরেশ ভট্টাচার্যকে আলিপুর আদালতে পেশ নিয়ে আইও-কে প্রশ্ন আদালতের। দুর্নীতিকাণ্ডে প্রাক্তন এসএসসি চেয়ারম্যানের কী ভূমিকা জানতে চাওয়ার পর আইও-কে আদালত প্রশ্ন রাখে ‘এই মামলায় কতজন গ্রেফতার হয়েছেন ?’ ‘৪ জনকে গ্রেফতার করা হয়েছেন, একজন পুলিশ হেফাজত, বাকিরা জেল হেফাজতে রয়েছে’, আদালতে জানান আইও। 


প্রসঙ্গত, সুবীরেশের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ। ‘মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ৩৮১ জনকে চাকরির সুপারিশপত্র’, উল্লেখ বাগ কমিটির রিপোর্টেও। আদালতে আই-ও দাবি, ওএমআর শিটে বদল ঘটানোর প্রমাণ মিলেছে।


আগেও আদালতে CBI’এর আইনজীবী দাবি করেন, নম্বর কারচুপিতে ভূমিকা ছিল SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর। প্যানেল তৈরির আগে অযোগ্য প্রার্থীদের প্রাপ্ত নম্বর বদল করতেন তিনি। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে, তালিকার বাইরে অযোগ্য প্রার্থীদের অবৈধভাবে নিয়োগে ভূমিকা ছিল সুবীরেশের।


নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতারির পরেও তিনি উপাচার্য পদ থেকে ইস্তফা দেননি।  তাই কদিন আগে উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম।  পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় সিপিএম কর্মীদের। প্রায় ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ চলে।    


আরও পড়ুন- 'ওঁর সব কাজ উল্টো, চণ্ডীপাঠও', টাকা দিয়ে ছবি লাগিয়ে দুর্গাপুজোর পবিত্রতা নষ্ট করছেন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষদুর্গাপুজোর পবিত্রতা নষ্ট করছেন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের" target="_blank" rel="noopener">ের