কলকাতা : SSC নিয়োগ দুর্নীতি-মামলায় অস্বস্তির জের? বিদেশ সফর বাতিল হল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ( Bratya Basu) ও শিক্ষা সচিব মণীশ জৈনের ( Manish Jain) ।


পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব করেছে সিবিআই
SSC মামলায় আগামী সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব করেছে সিবিআই। তার আগে শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কোনও রক্ষাকবচ দেয়নি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে পক্ষ করার নির্দেশ দিয়েছে আদালত। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্যদিকে, শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে শুক্রবার প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শনিবারও সিবিআই অফিসে ডাক পড়েছে তাঁর। এরই মধ্যে আবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা সচিব মণীশ জৈনের বিদেশ সফর বাতিল নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এটা কি SSC নিয়োগ দুর্নীতি-মামলায় অস্বস্তির জের?


শনিবারই তাঁদের লন্ডন যাওয়ার কথা ছিল। ব্রিটিশ সরকারের উদ্যোগে এক শিক্ষা বৈঠকে ২৩ ও ২৪ মে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির জেরে লন্ডন সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর সূত্রের।

আরও পড়ুন :


WBCS অফিসার হিসেবে শুরু, তারপর কীভাবে এগিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার


 নতুন পদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি


SSC’র নিয়োগ বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার ৬ হাজার ৮৬১টি নতুন পদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি করেছে স্কুলশিক্ষা দফতর। এদিন সেই বিজ্ঞপ্তিকেও ‘আইওয়াশ’ বলে কটাক্ষ করেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। উল্টে যাঁদের জন্য এই বিজ্ঞপ্তি, এটা খুশি করতে পারল না তাঁদেরকেও! এরইসঙ্গে বিজ্ঞপ্তি বলা হয়েছে, এই পদগুলি নতুন। এর সঙ্গে বর্তমানে থাকা পদগুলির শূন্যপদের কোনও বিরোধ হবে না। কিন্তু এদিন এই বিজ্ঞপ্তির বিরোধিতা করে মামলাকারীদের তরফে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলাকারীর আইজীবী দাবি করেন, এই ধরনের সিদ্ধান্তে তদন্ত প্রভাবিত হবে। মামলকারীদের চাকরি দিয়ে তদন্ত বন্ধ করতে চাইছে রাজ্য সরকার।