Public Provident Fund: নিশ্চিত আর্থিক লাভের পাশাপাশি এই স্কিম দেয় সরকারি সুরক্ষা। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)মানেই বিনিয়োগকারীদের নিরাপদ ও ভাল রিটার্নের স্থান। 


PPF Calculator: কী কী সুবিধা পাবেন আপনি ?
প্রথমত পিপিএফ (Public Provident Fund)-এ বিনিয়োগ বাজারের ওঠানামার সঙ্গে জড়িত নয়। এই স্কিমে বিনিয়োগ করলে করের সুবিধে পাওয়া যায়। শুধু তাই নয়, বিনিয়োগে প্রাপ্ত সুদের পরিমাণ ও মেয়াদ শেষে প্রাপ্ত পরিমাণের উপর কোনও কর দিতে হবে না। আপনি PPF ডিপোজিটের উপর ধারা 80C এর অধীনে করের সুবিধা পেতে পারেন। এতে প্রাপ্ত সুদ ও ম্যচুরিটির পরিমাণও করমুক্ত। সরকার পিপিএফ-এ বিনিয়োগের গ্যারান্টি দেয়। তাই বিনিয়োগকারীদের ঝুঁকি থাকে না। কেউ পিপিএফ অ্যাকাউন্টে বার্ষিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। যা মাসে-মাসে বা একবারে বছরে করতে পারেন আপনি। পিপিএফ-এ বিনিয়োগ করে আপনি দীর্ঘমেয়াদে নিজের জন্য একটি বড় টাকার অঙ্ক তৈরি করতে পারেন।


Public Provident Fund: আপনি কত টাকা বিনিয়োগ করতে পারেন 


PPF-এ 500 টাকা থেকে আপনি বার্ষিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। বর্তমানে PPF-এ 7.1 শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। RBI-এর রেপো রেট বাড়ানোর পরে সব ব্যাঙ্ক FD-তে সুদের হার বাড়াচ্ছে। মনে করা হচ্ছে যে 1 জুলাই, 2022 থেকে সরকার সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার নিয়ে ফের পর্যালোচনা করবে। 


PPF Calculator: অন্যদের থেকে বেশি সুদ
PPF-এ 7.1 শতাংশ সুদ পাবেন আপনি। যা অনেক ব্যাঙ্কের FD হারের থেকে বেশি। বিনিয়োগকারীরা পিপিএফ অ্যাকাউন্টে 15 বছর ধরে একটানা বিনিয়োগ করতে পারেন। যদি বিনিয়োগকারীর অর্থের প্রয়োজন না হয়, তবে তিনি তার PPF অ্যাকাউন্টটি পাঁচ-পাঁচ বছরের ব্লক সময়ের ভিত্তিতে বাড়িয়ে দিতে পারেন। এর জন্য পিপিএফ অ্যাকাউন্ট জমা দেওয়ার ফর্ম পূরণ করতে হবে।


Public Provident Fund: ১০০০ টাকা বিনিয়োগ করে কীভাবে ১৮ লক্ষ পাবেন ? 


আপনি যদি আপনার PPF অ্যাকাউন্টে প্রতি মাসে 1,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে তা বছরে 12,000 টাকা হয়ে যাবে। 25 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত মোট 35 বছর পর্যন্ত বিনিয়োগ করতে হবে এইভাবে। সেই ক্ষেত্রে পিপিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে 1,000 টাকা বিনিয়োগ করলে মেয়াদপূর্তিতে 60 বছর বয়সে 18.14 লক্ষ টাকা পাবেন আপনি। এই টাকার পরিমাণ পুরো করমুক্ত হবে। সব মিলিয়ে উদাহরণ অনুযায়ী আপনি মোট 4.20 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। যার উপর আপনি সুদ হিসাবে 14 লক্ষ টাকা পাবেন।


আরও পড়ুন : Card Tokenization Rules: ১ জুলাই থেকে অনলাইন লেনদেনে নতুন নিয়ম, না জানলে ভুগতে হবে