কলকাতা: অসুস্থ শিক্ষা দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, কাঁধে ব্যথা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। একইসঙ্গে পা ফুলে গেছে, আক্রান্ত হয়েছেন চর্মরোগেও।
অসুস্থ জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়: শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। আপাতত তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল। প্রেসিডেন্সি জেলের তরফে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে এসএসকেএম কর্তৃপক্ষকে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড বসানোর কথাও বলা হয়েছে। জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষা করেছেন এসএসকেএম-এর চিকিৎসকরা। ওষুধ দেওয়ার পাশপাশি তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে চিকিৎসার পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সম্প্রতি, প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থ চট্টোপাধ্যায়কে 'শোন অ্যারেস্ট' দেখায় তারা। জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরার পাশাপাশি, পরপর ৫ দিন সল্টলেকের বিকাশ ভবনের গুদামে তল্লাশ চালায় CBI। এই অবস্থায়, এরপর আদালতে দেওয়া রিপোর্টে কেন্দ্রীয় এজেন্সি দাবি করে বাজেয়াপ্ত নথির মধ্যে চাকরিপ্রার্থীদের তালিকা রয়েছে। দেখা গেছে পার্থ চট্টোপাধ্য়ায় ২০১৪-র টেটের অযোগ্য চাকরিপ্রার্থীদের নাম নিজেই সুপারিশ করেছিলেন।শুধু তাই নয়, সেই তালিকা পাঠিয়েছিলেন এক আমলার কাছে। CBI-এর দাবি, অযোগ্যরা যে চাকরির পরীক্ষায় পাস করতে পারবেন না, তা ভাল মতোই জানতেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতের রিপোর্টে CBI আরও দাবি করেছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর করা সুপারিশ-তালিকায় নাম ছিল ৭৫২ জনের। এর মধ্যে ৩১০ জন চাকরিও পেয়েছেন। বাজেয়াপ্ত নথিতে কয়েকজন প্রভাবশালীর নামও পাওয়া গেছে বলে দাবি করেছে CBI। প্রায় আড়াই বছর আগে, ২০২২-এর ২৩ জুলাই স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর, বিকাশ ভবন থেকে বাজেয়াপ্ত করা নথি সামনে রেখে মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থকে জেরাও করেন CBI অফিসাররা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Nadia News: অশীতিপর বৃদ্ধাকে ধরে টেনে হিঁচড়ে বাথরুমে, সিসিটিভিতে ধরা পড়ল আয়ার অমানবিক আচরণ