কলকাতা: সোমবার সন্ধে ছ'টা নাগাদ SSC-র তরফে যোগ্য়-অযোগ্য়র তালিকা প্রকাশ করার কথা ছিল। চাকরিহারাদের ১৩ জনের প্রতিনিধিদল SSC দফতরের ভিতরে যান বৈঠকের জন্য। দেখতে দেখতে ঘড়ির কাঁটা সন্ধে ছটা পেরিয়ে যায়। কিন্তু SSC কোনও তালিকাই সামনে আনেনি। এর মধ্য়েই চাকরিহারাদের একাংশ দাবি করেন বৈঠকে বলা হয়েছে, প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যাঁরা রয়েছেন তাঁরা বৈধ। চতুর্থ কাউন্সেলিং থেকে বাকিরা অবৈধ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। রাতভর অবস্থানের সিদ্ধান্ত চাকরিহারা শিক্ষকদের।

আরও পড়ুন, যোগ্য -অযোগ্যর তালিকা সামনে আসেনি, 'SSC-র কি সেই সদিচ্ছা আছে? আদৌ কি সমাধানসূত্র মিলবে?..'

সাংবাদিক: আপনারা কি এভাবেই সারারাত থাকবেন এখানে ? 

চাকরিহারা শিক্ষিকা : যতক্ষণ না অবধি যোগ্য অযোগ্য তালিকা দিচ্ছে, আমরা এখান থেকে যাচ্ছি না। এবং আমরা ভয় পাচ্ছি , আরজি করের মতো কোনওরকমভাবে, আমাদের না ক্ষতি করার চেষ্টা করা হয়.. !

সাংবাদিক: কীসের ভয় , কীসের ভয় ?

চাকরিহারা শিক্ষিকা : আরজিকরের মতো...আমরা আত্মরক্ষার ভয় পাচ্ছি। সবকিছু নিয়ে ভয় পাচ্ছি। 

যোগ্য়দের পূর্ণাঙ্গ তালিকা সামনে এল না। তার মধ্য়ে গোদের ওপর বিষফোঁড়ার মতো, চাকরিহারাদের মধ্য়ে কি কার্যত নতুন বিভাজনরেখা টেনে দিল স্কুল সার্ভিস কমিশন? এদিন ঘড়ির কাঁটার দিকে তাঁকিয়ে ছিলেন চাকরিহারারা। এদিকে সন্ধ্যা ৬ টা পেরিয়ে গেলেও 'যোগ্যদের' তালিকা প্রকাশ হয়নি। এদিকে এসএসসি দফতরের সামনে বিক্ষোভের মাঝেই বড়সড় প্রশ্ন তুললেন চাকরিহারারা। শিক্ষামন্ত্রী-চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছেন তাঁরা।

চাকরিহারা চিন্ময় মণ্ডল বলেন, 'চেয়ারম্য়ান স্যর এটা বলেন যে থার্ড কাউন্সেলিং অবধি ওঁরা আনটেন্টেড মানে নট স্পেসিফিক্য়ালি টেন্টেড এই লিস্টে রাখবেন। বাকিদেরকে মানে ফোর থেকে যোগ্যতার নিরিখে টাকা না দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি। আমার টাকরি আজকে চলে যাবে। দায়ী রাজ্য সরকার আর SSC নেবে তো?  আমরা বলেছি আমি যদি অযোগ্য হই আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলব না।'

শেষ ভরসা হিসেবে যে যোগ্য়-অযোগ্য় তালিকার জন্য় চাকরিহারারা হাপিত্য়েশ করে বসেছিলেন, তা মিললই না! উল্টে আবার কাউন্সেলিংয়ের ভিত্তিতে চাকরিহারাদের মধ্য়ে কার্যত নতুন ভাগাভাগি করে দেওয়া হল। এনিয়ে SSC-র বিরুদ্ধে সরব হয়েছে চাকরিহারারা। তাঁদের প্রশ্ন, চাকরিহারাদের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার অধিকার SSC-কে কে দিয়েছে? আদৌ কি এই সমস্য়ার কোনও সমাধানসূত্র মিলবে? SSC-র কি আদৌ সেই সদিচ্ছা আছে?