সৌভিক মজুমদার, কলকাতা: শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি, অবশেষে মানল এসএসসি। পরীক্ষায় শূন্য, এক, দুই পেয়েও কমিশনের সার্ভারে ৫০, ৫২, ৫৩? স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। 


নবম-দশম-একাদশ-দ্বাদশে ব্যাপক দুর্নীতি, এবার  মানল খোদ এসএসসি। হয় ইস্তফা, নয় পদক্ষেপ, অবৈধ চাকরিপ্রাপকদের হাইকোর্টের হুঁশিয়ারি। ‘নবম-দশমে ১৮৩জনের নিয়োগ অবৈধ, প্রত্যেকেরই ‍র‍্যাঙ্ক বদল!’ শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি, কোর্টে মানল স্কুল সার্ভিস কমিশন। 


কী জানান হয়েছে? 



  • ‘নবম-দশমে ৯৫২জন, একাদশ-দ্বাদশে ৯০৭জনের নম্বর বদল’

  • ‘০, ১, ২ পেয়েও কমিশনের সার্ভারে নম্বর ৫০, ৫২, ৫৩’

  • শূন্য, এক, দুই পেয়েও স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে ৫৩ নম্বর

  • অযোগ্য প্রার্থীদের নম্বর বদল নিয়ে বিস্ফোরক দাবি সিবিআইয়ের

  • ‘যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাদের নিজে থেকে ইস্তফা দেওয়া উচিত’

  • ‘অবৈধভাবে চাকরিপ্রাপকরা ৭ নভেম্বরের মধ্যে ইস্তফা দেবেন বলে প্রত্যাশা করে আদালত’

  • ‘ইস্তফা না দিয়ে অবস্থানে অনড় থাকলে, কড়া পদক্ষেপ নেবে আদালত’

  • ‘মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও সরকারি চাকরির আবেদনও করা যাবে না’


আরও পড়ুন, জেলায় আশা কর্মীদের পুজোর বোনাস বৃদ্ধির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের


পাশাপাশি, অবৈধভাবে চাকরি প্রাপকদের উদ্দেশ্যে কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের । তিনি বলেন, ‘দুর্নীতির ব্যাপকতা আতঙ্কিত করেছে, কার নির্দেশে? জানতে চাই। কার নির্দেশে ব্যাপক দুর্নীতি? সব নাম বলে দিন সুবীরেশবাবু। একজনের নির্দেশ ছাড়া কাজ করতেন না সুবীরেশ-কল্যাণময়।' রাজ্যবাসী সেই একজনের নাম জানতে চায়, মন্তব্য বিচারপতির। সাদা খাতায় ৫-৬টি প্রশ্নের উত্তর, তারাও কী চাকরি পেয়েছে? তা কমিশনকে নিশ্চিত করতে বলল হাইকোর্ট।                                        


অন্যদিকে, এদিন এবিপি আনন্দের একান্ত সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ""আদালত যেভাবে আমাদের পথনির্দেশিকা দেবে,সেই মতো অনুমোদন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা কারও চাকরি খেতে চাই না। অতীতে গোলমাল করেও যদি কেউ চাকরি পান, আমরা সেটা রক্ষা করতে চাই। যা নিয়ে বিতর্ক আছে, সমস্যা আছে, আমরা সেই চাকরিও রক্ষা করতে চাই। একইসঙ্গে চাই, যোগ্যরাও যেন বঞ্চিত না হন। এটা মুখ্যমন্ত্রীরই অভিপ্রায়"।