প্রকাশ সিনহা, কলকাতা : সুবীরেশ ভট্টাচার্যর (Subiresh Bhattacharya) নির্দেশেই যোগ্য চাকরিপ্রার্থীদের নম্বর বদল হয়েছে। আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করল CBI। SSC-র প্রাক্তন চেয়ারম্যানের জেল হেফাজতের মেয়াদ ১৯ অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত।
সুবীরেশের নির্দেশেই নম্বর বদল : সিবিআই
উৎসবের মরশুমেও রাস্তার ধারে গলা ফাটাচ্ছেন প্রাথমিক ও SSC-র যোগ্য চাকরিপ্রার্থীরা। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন কেন এনারা চাকরি পাননি? স্কুলে চাকরির পরীক্ষায় তাঁদের প্রাপ্য নম্বর কি বিকৃত করা হয়েছিল? এই সমস্ত প্রশ্ন যখন বারবার উঠছে, তখন SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চাঞ্চল্যকর দাবি করল CBI।
সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশ ও নজরদারিতেই যোগ্য চাকরিপ্রার্থীদের নম্বর বদল করা হয়েছে। এর আগে আদালতকে CBI জানিয়েছিল, ১ হাজারের বেশি OMR শিট বা উত্তরপত্রে কারচুপি হয়েছে। এর পিছনে রয়েছেন SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। সোমবার আরও একধাপ এগিয়ে আলিপুর আদালতে CBI-এর আইনজীবী দাবি করেন, সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশেই যোগ্য চাকরিপ্রার্থীদের নম্বর বদল হয়েছে। মার্কশিট বিকৃত করা হয়েছে। গোটাটাই তাঁর নজরদারিতে ছিল।
কেস ডায়েরি জমা
এখানেই শেষ নয়, SSC-র নিয়োগ দুর্নীতিকে বরাবর বৃহত্তর ষড়যন্ত্র বলে দাবি করে এসেছে CBI। এদিন তাদের আইনজীবী আরও দাবি করেন, সুবীরেশ ভট্টাচার্যও ওই ষড়যন্ত্রের একটি অংশ। নিয়োগ দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। সেই সঙ্গে সুবীরেশ ভট্টাচার্যর জামিনের আর্জির বিরোধিতা করে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, তিনি প্রভাবশালী ব্যক্তি। জামিন পেলে তথ্যপ্রমাণ লোপাট করতে পারেন। এই সমস্ত দাবি করে বিচারকের হাতে কেস ডায়েরিও তুলে দেন CBI-এর তদন্তকারী অফিসার। পাল্টা সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবী দাবি করেন, CBI বারবার বৃহত্তর ষড়যন্ত্র বলে দাবি করলেও, তার প্রমাণ হিসেবে কোনও তথ্য দিতে পারেনি। যদিও সুবীরেশ ভট্টাচার্য জামিনের আর্জি খারিজ করে, তাঁকে ১৯ অক্টোবর পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। যার জেরে আপাত জেলেই থাকতে হচ্ছে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানকে।
উল্লেখ্য, অপসারিত সুবীরেশ, জোড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। আপাতত ৩ মাসের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। গত বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী হয়েছিলেন ওমপ্রকাশ।
আরও পড়ুন- রাতভর জিজ্ঞাসাবাদ, নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার মানিক ভট্টাচার্য