সৌভিক মজুমদার, কলকাতা : আপাতত স্বস্তি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ এখনও ওয়েবসাইটে আপলোড না হওয়ার জেরে পরবর্তী শুনানি পর্যন্ত তাঁর নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। যার জেরে হাইকোর্টের নির্দেশ মতো আজ বিকেল সাড়ে ৫ টার মধ্যে সিবিআইয়ের নিজাম প্যালেসের অফিসে হাজিরা দিতে হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়কে। আগামীকাল সকাল সাড়ে ১০ টায় বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে শুনানির পর পরবর্তী নির্দেশ জানাবে হাইকোর্ট।


ডিভিশন বেঞ্চ কী জানাল 


হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের পরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেখানেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। যদিও আলাদা করে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়নি। তথা কোনও ব্যক্তির নামই উল্লেখ করেনি ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, তার নির্দেশনামা এখনও ওয়েবসাইটে আপলোড হয়নি। তাই তা নিয়ে অপেক্ষা করার কথাই বলা হয়েছে। হাইকোর্টে আজ আর এসএসসি সংক্রান্ত সব মামলাতেই স্থিতাবস্থা আগামীকাল সকাল পর্যন্ত বহাল থাকবে বলেও জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামীকাল সকাল সাড়ে দশটায় পরবর্তী শুনানি হবে। সেখানে তারা কী নির্দেশ দেয়, তারপরই যাবতীয় বিষয় স্পষ্ট হবে।


হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ


এসএসসির গ্রুপ ডি, নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় আজ বিকেল সাড়ে ৫টার মধ্যে সিবিআইয়ের নিজাম প্যালেসের (Nizam Palace) অফিসে হাজিরা নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্ট তার রায়ে সাফ জানিয়েছে, ‘প্রয়োজন মনে হলে গ্রেফতারও করতে পারবে সিবিআই’। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছিল, ‘কোনওভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়’। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের রিপোর্টের পরেই হাইকোর্ট এমন নির্দেশ দেয়। পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে ৫ সদস্যের কমিটিকে বেআইনি বলা হয় রিপোর্টে। তারপরই মামলার শুনানিতে বিভিন্ন বিষয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাগের মুখোমুখি হতে পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। যারপরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।


আরও পড়ুন- ‘কোনওভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়’ সিবিআই-র কাছে নির্দেশ প্রসঙ্গে হাইকোর্ট