অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ঠিক যেন উমা এল দেবীপক্ষে। নতুন সাফল্য পেল SSKM হাসপাতাল। রাজ্যের এই প্রথম কোনও সরকারি হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা। সুস্থ আছে শিশু, সুস্থ আছেন মা।


নতুন সাফল্য পেল SSKM: মায়ের বোধনে যেখানে আর মাত্র কয়েকটা দিন বাকি, তখন এক মায়ের কোল আলো করে এল অন্য উমা। SSKM হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা। রাজ্যে প্রথম এই সাফল্য এল কোনও সরকারি হাসপাতালে। কোনও দম্পতির সন্তানধারণে সমস্যা হলে বেশিরভাগ সময় ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে গর্ভধারণের পরামর্শ দেন চিকিৎসকরা। এই পদ্ধতি কার্যকরি হলেও অত্যন্ত খরচ সাপেক্ষ। সেই কারণে ইচ্ছে থাকলেও মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হন অনেকে। এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।              

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ SSKM হাসপাতালে দক্ষিণ ২৪ পরগনার এক দম্পতির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সরকারি হাসপাতালে আইভিএফ প্রক্রিয়ার সূচনা হয়। ঘোষ দোস্তিদার ইন্সটিটিউট ফর ইনফার্টিলিটির সঙ্গে যৌথ উদ্যোগে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় এসএসকেএম হাসপাতালে। আট মাস পরে দেবীপক্ষে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা। SSKM-এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিশ্বনাথ ঘোষ দস্তিদার বলেন, "শিশুটির ওজন তিন কিলো ৯০ গ্রাম, সুস্থ রয়েছে সে। আমরা সর্বক্ষণ তার মনিটরিং করছি। ইতিমধ্যে ৩২০০ জন নাম লিখেছে আইভিএফ চিকিৎসা নেওয়ার জন্য।''

১৯৭৮ সালে কলকাতায় চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরে আইভিএফ পদ্ধতির সূচনা হয়। এবার সেই পদ্ধতিতে সাফল্য পেল সরকারি হাসপাতাল। SSKM হাসপাতালে ওপিডি বিল্ডিং-এর সাত তলায় গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক মানের নতুন আইভিএফ ইউনিট। SSKM হাসপাতাল সূত্রে খবর, আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তানসম্ভবা হয়েছেন আরও ৩৫ জন মহিলা। সেন্টার অফ এক্সেলেন্সের আর্ট ডিরেক্টর সুদর্শন ঘোষ দস্তিদার বলেন, "আমরা খুশি আন্তর্জাতিক পর্যায়ের এক পরিকাটামো গড়ে প্রথম আইভিএফ শিশু ভূমিষ্ঠ হল এসএসকেএম হাসপাতালে এবং সম্পূর্ণ বিনামূল্যে এই পুরো চিকিৎসা করা হচ্ছে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Junior Doctors Strike: আমরণ অনশনের দ্বিতীয় দিন, বায়ো টয়লেটেও 'আপত্তি' পুলিশের