Motorola Tab: ভারতে মোটোরোলার নতুন ট্যাব (Motorola Tab) লঞ্চ হতে চলেছে চলতি মাসেই। জানা গিয়েছে, মোটো ট্যাব জি৬২ (Moto Tab G62) ভারতে লঞ্চ হবে আগামী ১৭ অগস্ট। লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলা তাদের এই ট্যাবের সম্ভাব্য স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ করেছে। জানা গিয়েছে, এই ট্যাবে থাকতে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এছাড়াও থাকতে পারে ১০.৬ ইঞ্চির একটি ডিসপ্লে। সেখানে ২কে রেজোলিউশন সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। কোয়াড স্পিকার এবং শক্তিশালী বড় ব্যাটারি থাকতে পারে মোটো জি৬২ ট্যাবে। সম্প্রতি মোটোরোলা সংস্থা তাদের ‘জি’ সিরিজের নতুন ৫জি ফোন মোটো জি৬২- ও লঞ্চ করেছে ভারতে। ১১ অগস্ট এই ফোন লঞ্চ হয়েছে দেশে।
মোটো ট্যাব জি৬২
ট্যুইটারে মোটোরোলা কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের নতুন ট্যাব লঞ্চ হতে চলেছে ভারতে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে এই ট্যাবের জন্য একটি মাইক্রোসাইটও তৈরি হয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চের পর মোটো ট্যাব জি৬২ ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। ইউজারদের গেমিং এক্সপিরিয়েন্স যাতে দুর্দান্ত হয় সেইজন্য একাধিক আধুনিক ফিচার থাকতে চলেছে এই ট্যাবে।
মোটোরোলার আসন্ন ট্যাবের সম্ভাব্য বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ২কে রেজোলিউশনের IPS LCD ডিসপ্লে থাকতে পারে মোটো ট্যাব জি৬২ মডেলে।
- এই ট্যাবের কোয়াড স্পিকারে Dolby Atmos সাপোর্ট থাকতে পারে।
- ট্যাবের রেয়ার প্যানেল এবং ডিসপ্লের উপর একটি করে ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে মোটো ট্যাব জি৬২।
- এই ট্যাবে কোনও কিছু পড়ার সময় যাতে ইউজারদের চোখে স্ট্রেন না হয় সেইজন্য প্রোটেকশন বা সুরক্ষার খাতিরে থাকতে পারে স্পেশ্যাল রিডিং মোড এবং TUV সার্টিফিকেশন।
- মোটো ট্যাব জি৬২- তে একটি ৭৭০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ২০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। ওয়াই ফাই এবং LTE- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হবে মোটো ট্যাব জি৬২।
মোটো জি৬২ ৫জি ফোন
গত ১১ অগস্ট মোটোরোলা ‘জি’ সিরিজের এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। মোটোরোলা ‘জি’ সিরিজের এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। Frosted Blue এবং Midnight Grey- এই দুই রঙে লঞ্চ হয়েছে মোটো জি৬২ ৫জি ফোন। ১৯ অগস্ট থেকে শুরু হবে ফোনের বিক্রি। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।
আরও পড়ুন- নতুন ফোল্ডেবল ফোন Mix Fold 2 লঞ্চ করল শাওমি, দেখুন দাম ও নজরকাড়া ফিচার