কলকাতা: এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর (Madan Mitra) শারীরিক অবস্থার অবনতি। তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হল। বুকে ব্য়থা ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। উডবার্ন ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে।
শারীরিক অবস্থার অবনতি: ৩ ডিসেম্বর জন্মদিন গিয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রর। ফেসবুকে তাঁর অনুরাগীরা এই নিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন। ওই দিনটিতে সঙ্গীত পরিচালক ও গায়ক সমীধ মদন মিত্রকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্টও করেছেন। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে মদন মিত্রকে। নানা জেলায় গিয়েছেন। এদিনই সকালে বিধানসভায় গিয়েছিলেন মদন মিত্র। সেখানে তাঁকে কাশতে দেখে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করেন। তার মধ্যেই ৪ ডিসেম্বর রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন কামারহাটির বিধায়ক। ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। হাসপাতাল সূ্ত্রে খবর, বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হয় তৃণমূল বিধায়কের। শ্বাসকষ্ট বাড়ে, সঙ্গে খিঁচুনি শুরু হয়, রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: TMC: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, ফের মাথাচাড়া দিয়েছে TMC-র 'এক ব্যক্তি-এক পদ' বিতর্ক