ঝিলম করঞ্জাই, কলকাতা : আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে যখন দিকে দিকে প্রতিবাদের গর্জন উঠছে, তখন একাধিক সরকারি মেডিক্যাল কলেজ থেকে সামনে আসছে থ্রেট কালচারের অভিযোগ। এবার চিকিৎসক ও এসএসকেএম হাসপাতালের প্রাক্তনী রণজিৎ সাহার বিরুদ্ধে মুখ খুললেন হাসপাতালেরই এক নার্স। কী অভিযোগ রণজিতের বিরুদ্ধে ? ইন্টার্ন চিকিৎসকদের হুমকি দেওয়া, মারধর, ডিউটি না করা, প্রভাব খাটানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে এই ব্যক্তির বিরুদ্ধে। চিকিৎসক ও এসএসকেএম হাসপাতালের প্রাক্তনী এই রণজিৎ সাহা। তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তুলেছেন হাসপাতালের এক নার্স।
কৃষ্ণা সরকার নামে এসএসকেম হাসপাতালেরই এক নার্স অভিযোগ করেছেন, 'ও যদি বলে যায় আমি আসব না, আমাকে ডাকবেন না, আপনারা যেভাবে ইচ্ছা উদ্ধার করবেন, যেখানে ইচ্ছা যাবেন, আমি আসব না। আমরা একটু ভয় পেতাম ওকে, সবাই। ভীষণ ডিপ্রেসড হয়ে যেতাম যখন ওর ডিউটি থাকত। ওর সঙ্গে ডিউটি করা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। শুধু আমি নয়, সমস্ত পিজিটি, স্যর, এরাও বলতেন, ওকে বেশি ঘাঁটিয়ে লাভ নেই সিস্টার, ওরা অন্য ডাক্তার...আমাদের সঙ্গে বাকিরা সবাই কো-অপারেট করত, যেহেতু ও ওর কাজটা করছে না । হুমকি তো চলতই।'
ইতিমধ্যেই রণজিৎ সাহার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এসএসকেএম মেডিক্য়াল কলেজ কাউন্সিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁকে হাউস স্টাফ হিসেবে রাখা হবে না। অ্যাকাডেমিক বা অন্যান্য কোনও কর্মকাণ্ডে যোগ দিতে পারবেন না তিনি।
অবিলম্বে হস্টেল খালি করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে।
আরও এক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন সেই নার্স। একবার এক সিস্টারকে প্রায় ১৫-১৬ জন বহিরাগত ডাক্তারকে নিয়ে এসে সেই সময় থ্রেট করেছিল দেওয়ার অভিযোগও করেন তিনি।
যদিও চিকিৎসক রণজিৎ সাহা সমস্ত অভিযোগ উড়িয়ে দাবি করেছেন, জুনিয়র ডাক্তারদের একাংশের মদতে তাঁর বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি। জুনিয়র ডাক্তার ও ইন্টার্নদের হুমকি, শাসানি দেওয়ার অভিযোগে উঠেছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও। রণজিৎ সাহা-সহ এই দুজনের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন, ইচ্ছে করেই হাসপাতালে দেরিতে আসেন ওসি! দ্বিতীয় ময়নাতদন্তের দাবি উঠতেই তড়িঘড়ি শেষকৃত্য? রিমান্ড লেটারে CBI-এর বিস্ফোরক দাবি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে