কলকাতা: আর জি কর হাসপাতালে রক্তমাখা গ্লাভসকাণ্ডের পর এবার এসএসকেএম-এ কাঁচি কেলেঙ্কারির অভিযোগ। প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভাঙল মরচে ধরা কাঁচি ! ভাঙা কাঁচির ছবি পোস্ট করে প্রতিবাদে সরব জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। প্রশ্নের মুখে সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী সুরক্ষা।
আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগে সিলড বাক্সে রক্তমাখা গ্লাভস? এমনই অভিযোগ তুললেন ডাক্তার ও নার্সরা। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য়সচিব। আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগে সিলড বাক্সে রক্তমাখা গ্লাভস? এমনই অভিযোগ তুললেন ডাক্তার ও নার্সরা। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য়সচিব।এর আগে বিতর্কের মুখে পড়ে আর জি কর মেডিক্যাল কলেজ। সম্প্রতি সিল করা প্যাকেটের ভিতর থেকে 'রক্তমাখা' গ্লাভস মেলার অভিযোগ উঠেছিল।
এক জুনিয়র চিকিৎসকের দাবি, জরুরি বিভাগে HIV আক্রান্ত এক রোগীকে পরীক্ষা করছিলেন। সিল করা প্যাকেট খুলতেই, তা থেকে দাগ লাগা গ্লাভস বের হয়।চিকিৎসকের দেখেই সন্দেহ হয় এই দাগ রক্তের।আর জি কর মেডিক্যাল জুনিয়র চিকিৎসক বলেন, যেহেতু HIV পেশেন্ট আছে, প্রিকশানের জন্য গ্লাভস যখন ইউজ করতে যাচ্ছি। ফ্রেশ সাপ্লাই এসেছে এই গ্লাভসটা, খুলেই প্রথমে বের করতে গিয়ে এই গ্লাভসটা পেলাম। ভাবলাম, কেউ হয়তো পুরনো গ্লাভস উপরে রেখে দিয়েছে। সেই কারণে এই গ্লাভসটা ফেলে অন্য গ্লাভস দেখতে গেলাম, দেখলাম একাধিক গ্লাভসেই এই রকম দাগ। এবার এটা রক্তের দাগ নাকি কী, সেটা অবশ্যই পরীক্ষা করে বলতে হবে। মনে হচ্ছে এটা ব্লাড স্টেন।'
অনেক সময় ব্যবহার করা সিরিঞ্জও পাওয়া গেছে বলে অভিযোগ তুলেছেন আর জি কর মেডিক্যালের নার্সরা। আর জি কর মেডিক্যালসের এক নার্স বলেছিলেন,'অনেক সিরিঞ্জ এখনও যেগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো রি-ইউজ করা, যেমন সিরিঞ্জের হয়তো প্লাঙ্গার ভাঙা, বা ভিতরে ব্লাড লাগা, এই রিসাইক্লিংগুলো হচ্ছে। এগুলো যদি আগে থেকেই ইনট্যাক্ট ফর্মে আসে, তাহলে তো কোনওভাবেই ইনফেকশন কন্ট্রোল করা পসিবল নয়, যেটা পেশেন্টের জন্য খুবই ভয়ঙ্কর।'
আরও পড়ুন, দীর্ঘদিন নেই নিয়োগ, 'চলতি বছরে হচ্ছে না প্রাথমিকের টেট..' !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।