প্রকাশ সিনহা, কলকাতা : কালীঘাটের কাকু ( Kalighater Kaku ) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর ( Sujay Krishna Bhadra ) মানসিক চাপ কতটা এবং এর জন্য তাঁর হৃদযন্ত্রে কী প্রভাব পড়ছে জানতে এবার স্ট্রেস MPI টেস্ট করাতে চায় SSKM।
সূত্রের খবর, এর জন্য প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিঠিতে উল্লেখ, কলকাতার চারটি বেসরকারি হাসপাতালে এই ধরনের পরীক্ষা করা হয়। জেল কর্তৃপক্ষ জানতে চাওয়ায় সেই চারটি হাসপাতালে তালিকাও পাঠিয়েছে SSKM কর্তৃপক্ষ।
এর আগে হাই প্রোফাইল বন্দিদের নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এবার সুজয়কৃষ্ণর মানসিক স্বাস্থ্য পরীক্ষা নিয়ে SSKM-এর আবেদনে সাড়া দেবে কি না জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। খবর সূত্রের।
স্ট্রেস MPI টেস্ট কী
বিশেষজ্ঞদের দাবি, কারও মানসিক চাপের পরিমাণ কতটা এবং সেই মানসিক চাপের কোনও প্রভাব তাঁর হৃদযন্ত্রে পড়ছে কিনা, তা জানতেই এই পরীক্ষা করা হয়।
হৃদপিণ্ড সংক্রান্ত রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন স্ট্রেস টেস্ট করা হয়। এতে ধরা পড়ে হৃদপিন্ডের ধমনীতে ব্লকেজ আছে কি না। অস্বাভাবিক হৃদস্পন্দন হচ্ছে কি না। এইসব টেস্টগুলি করার পর হৃদপিন্ডের চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়। স্ট্রেস MPI টেস্ট হল, মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং। নিউক্লিয়ার স্ট্রেস টেস্টিং করলে রক্তপ্রবাহের সামান্যতম পরিবর্তনও ধরা পড়ে। সাধারণত এইসব স্ট্রেস টেস্ট করার আগে সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করতে হয়। তার আগে রোগীর মেডিক্যাল হিস্ট্রি খতিয়ে দেখেন ডাক্তাররা।
ইডির হাতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, গত ১১৮ দিন ধরে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন। মাঝে ইডির তরফে তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ইডির আধিকারিকরা হাসপাতালে আসার আগের রাতেই, কার্ডিওলজি বিভাগের কেবিন থেকে কালীঘাটের কাকুকে শিশুদের জন্য বরাদ্দ ICCU-বেডে স্থানান্তরিত করে দেয় SSKM কর্তৃপক্ষ। ৫ দিন সেখানে রাখার পর ফের তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হয় কার্ডিওলজি বিভাগের কেবিনে। এই পরিস্থিতিতে SSKM হাসপাতাল সূত্রে খবর, গত দু'দিন আগে, সুজয়কৃষ্ণ ভদ্রের স্ট্রেস MPI পরীক্ষা করাতে চেয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি লিখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন :
আগামীকালই কি প্রচণ্ড শীতে কাঁপবে বাংলা ? কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ?