Second Hooghly Bridge: রেলিং-এর ধারে দাঁড়িয়ে ছিলেন দীর্ঘক্ষণ, আচমকাই দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ আইনজীবীর

পুলিশ সূত্রে খবর আজ সকাল আটটা নাগাদ মহম্মদ আরিফ আনসারি নামে ওই আইনজীবী ব্রিজের মাঝখানে বাইক রেখে গঙ্গায় ঝাঁপ দেন

Continues below advertisement

কলকাতা: দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন কাঁকুড়গাছির এক বাসিন্দা। পুলিশ সূত্রে খবর আজ সকাল আটটা নাগাদ মহম্মদ আরিফ আনসারি নামে ওই আইনজীবী ব্রিজের মাঝখানে বাইক রেখে গঙ্গায় ঝাঁপ দেন। ঘটনাস্থলে হেস্টিংস থানার পুলিশ। সূত্রের খবর, গতকাল রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তাঁর। ঝাঁপ দেওয়ার আগে তিনি পরিবারকে ফোনও করেন। ওই আইনজীবীর খোঁজ চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। 

Continues below advertisement

হাসপাতালে রোগীর অস্বাভাবিক মৃত্যু: গতকাল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর অস্বাভাবিক মৃত্যু হয়। গ্রিন বিল্ডিং থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান, ডিপ্রেশনে আত্মঘাতী হয়েছেন ওই রোগী। ওয়ার্ডে নজরদারি বাড়াতে ৫ থেকে ৬ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন কলকাতা মেডিক্যালের উপাধ্যক্ষ। 

যুগলের অস্বাভাবিক মৃত্য়ু: পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে যুগলের অস্বাভাবিক মৃত্য়ু। জঙ্গল থেকে উদ্ধার হল প্রশান্ত রুইদাস নামে বছর ২৮-এর যুবক ও সুরজ মণি কল নামে ২২ বছরের তরুণীর ঝুলন্ত দেহ। সূত্রের খবর, প্রশান্ত বিবাহিত ছিলেন। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহত্য়া বলে প্রাথমিক অনুমান পুলিশের।  

যুবকের অস্বাভাবিক মৃত্যু: কিছুদিন আগেই যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে অগ্নিগর্ভ সিউড়ি শহরের রক্ষাকালীতলা এলাকা। পুলিশেক গাড়ি ভাংচুর। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। পরিবারের অভিযোগ, টাকার জন্য পুলিশের চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছে যুবক। অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ সুপার। ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে।

উত্তপ্ত বাক্য় বিনিময়ের পরের মুহূর্তেই পাল্টে গেল পরিস্থিতি। আইসি চেপে ধরলেন এক বিক্ষোভকারীকে। শুরু হল লাঠি চার্জ...এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের সিউড়ি শহর। মৃতের নাম, তন্ময় দাস(২৭) বাড়ি, সিউড়ি পুরসভার ৩নম্বর ওয়ার্ডে।

পরিবার সূত্রে খবর, লকডাউনের সময় অনলাইন লটারির ব্যবসা শুরু করে তন্ময়। তার বিরুদ্ধে বেআইনিভাবে ব্যবসা করার অভিযোগ দায়ের করে একটি লটারি সংস্থা। জারি হয় গ্রেফতারি পরোয়ানা। কলকাতা হাইকোর্টে তার আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়। পরিবারের অভিযোগ, মামলা তুলে নেওয়ার টোপ দিয়ে ১ লক্ষ টাকা নেন সিউড়ি থানার এসআই জগন্নাথ চৌধুরী। আরও টাকা চেয়ে চাপ দিতে শুরু করেন ওই তদন্তকারী অফিসার। পরিজনদের দাবি, একদিকে গ্রেফতারির আশঙ্কা, অন্যদিকে টাকার জন্য পুলিশের চাপে আত্মঘাতী হয় তন্ময়। 

রবিবার সকালে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। ঘটনার প্রতিবাদে, এদিন সকালে সিউড়ি শহরের রক্ষাকালীতলা এলাকায় পথ অবরোধ করেন পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে শুরু হয় আইসি-র বচসা।

এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় ইটবৃষ্টি। ভাংচুর করা হয় পুলিশের গাড়ি। অবরোধকারীদের ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। এবিষযে সিউড়ি থানার এসআই জগন্নাথ চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। এসপি জানিয়েছেন, কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। মৌখিক অভিযোগ ভিত্তিহীন। বাড়ির সামনে মুরগির মাংস বিক্রি করে সংসার চালাতেন তন্ময়। রয়েছেন তাঁর স্ত্রী, দেড় বছরের পুত্রসন্তান ও বৃদ্ধ বাবা-মা তন্ময়কে হারিয়ে অথৈ জলে গোটা পরিবার।

Continues below advertisement
Sponsored Links by Taboola