সুমন ঘড়াই, কলকাতা: লক্ষ্য আরও ভাল করে প্রশাসন চালানো। আরও বেশি করে সরকারি সুবিধে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য়েই ভবিষ্যতে তৈরি করা হবে আরও জেলা। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কারণে আমলার সংখ্যা বাড়াতে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটিও গড়া হচ্ছে। এর পাশাপাশি, আরও বেশি কর্মসংস্থানের লক্ষ্যে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।


প্রশাসনিক কাজে গতি:
আরও দ্রুত যাতে কাজ করা যায়। সেই কারণে রাজ্যের বড় জেলাগুলি ভেঙে তৈরি হবে আরও ছোট জেলা। সোমবার এমন সিদ্ধান্তেই সিলমোহর পড়ল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এদিন রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।


কী সিদ্ধান্ত:
সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রশাসনিক কাজে সুবিধার জন্য রাজ্যের জেলাগুলির পুনর্গঠন করা হবে। এখন ২৩টি জেলা রয়েছে। তার থেকে জেলার সংখ্যা আরও বেশ কয়েকটি বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কারণে আমলাও প্রয়োজন। তাই আমলার সংখ্যা বাড়াতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে কমিটি গড়া হচ্ছে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'IAS, IPS-এর সংখ্যা পর্যাপ্ত নেই, তাই এককালীন WBCS, WBPS-এর সংখ্যা বাড়াতে মুখ্যসচিবের নেতৃত্ব কমিটি গড়া হচ্ছে। অর্থসচিব, ডিজিপি থাকবেন, IAS, IPS-এর রিভিউ দরকার, তাতে নজর রেখে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে বলেছেন  কেন্দ্রকে চিঠি দিতে।


নজর কর্মসংস্থানেও:
শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, 'নয়াচরে সোলার পাওয়া প্রজেক্ট ও ফিশারিজের জন্য জমি অধিগ্রহণ করা হবে।' তিনি আরও জানিয়েছেন, সিলিকন ভ্যালিতে অনেকে আগ্রহ দেখিয়েছে, মাইক্রো চিপ-সহ কয়েকটি কোম্পানিকে জমি দেওয়া হচ্ছে। রাজ্যের তরফে আরও জানানো হয়েছে, স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য পদক্ষেপ করা হচ্ছে। সেই কারণে রাজ্যজুড়ে চুক্তি ও আউটসোর্সের ভিত্তিতে সাড়ে ১১ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া খাদ্য দফতরে ডেটা এন্ট্রি অপারেটর পদেও নিয়োগ হবে। সেখানে নেওয়া হবে ৩৪২ জনকে।


আরও পড়ুন: এক বাসে নেপাল, শিলিগুড়ি থেকে নয়া বাসরুটের ভাবনা রাজ্যের