মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেতা গুরমিত চৌধুরির (Gurmeet Choudhary) স্ত্রী অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের (Debina Bonnerjee) জন্মদিন। বিশেষভাবে স্ত্রীর জন্মদিন উদযাপন করছেন অভিনেতা। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর দেবিনার জন্মদিন আরও একটু বেশি স্পেশাল। তার কারণ, মাত্র কয়েকদিন আগেই প্রথম সন্তান এসেছে তাঁদের জীবনে। ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে স্ত্রীর জন্মদিন উদযাপনের নানা ছবি শেয়ার করে নিয়েছেন 'গীত' অভিনেতা গুরমিত চৌধুরি। তবে, আজ শুধুমাত্র স্ত্রীর জন্মদিনই (Debina Bonnerjee Birthday) নয়। গুরমিত চৌধুরির জীবনে আজ আরও একটি বিশেষ দিন। তাই উদযাপনও হচ্ছে বিশেষভাবে।
মা-বাবার বিবাহবার্ষিকী উদযাপন গুরমিত চৌধুরির-
১৮ এপ্রিল তারিখটা ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা গুরমিত চৌধুরির কাছে দ্বিগুন খুশির দিন। একইসঙ্গে স্ত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করছেন। তারই সঙ্গে আজই তাঁর বাবা-মায়ের বিবাহবার্ষিকীও। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মা-বাবার বিবাহবার্ষিকী উদযাপনের নানা ছবি শেয়ার করে নিয়েছেন। চলছে কেক কাটার পর্ব। মা-বাবাকে কেক খাইয়ে দিচ্ছেন অভিনেতা। মা-বাবার বিবাহবার্ষিকীর নানা ছবি শেয়ার করে গুরমিত চৌধুরি লিখেছেন, 'শুভ বিবাহবার্ষিকী মা-পা।'
আরও পড়ুন - Debina Bonnerjee Birthday: কেক-মোমবাতি-আদর-ভালবাসায় দেবিনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন
প্রসঙ্গত, অন্যদিকে এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গুরমিত চৌধুরি। প্রত্যেকটি ছবিই স্ত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনের। কোনও ছবিতে দেখা যাচ্ছে তিনি কেক কাটছেন। আবার কোনও ছবিতে স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন গুরমিত। ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'শুভ জন্মদিন জানাই আমার গোটা বিশ্বকে। আমার প্রথম ভালোবাসা। আমার স্ত্রী। আর এখন আমার সন্তানের মা। একসঙ্গে জীবনের এত পথ পেরিয়ে আসার জন্য অন্যরকম অনুভূতি হচ্ছে। প্রতিটা পদক্ষেপই নতুন স্মৃতি তৈরি করছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার জন্য দেবিনাকে বেছে নেওয়ার জন্য।'