শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা (কোচবিহার): ইটভাটায় (Brickyard) কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। ইট চাপা পড়ে মৃত্যু হল দিনহাটার (Dinhata) দুই শ্রমিকের (Worker death)। দিনহাটার দুই নম্বর ব্লকের ঘটনা।
ইট চাপা পড়ে মৃত ২ শ্রমিক
মৃত দুই শ্রমিকের নাম যোগেন বর্মন ও মজনু শেখ। যোগেনের বাড়ি দিনহাটার ২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দেরকুঠি এলাকা। অন্যদিকে বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পোয়াতুরকুঠি এলাকার বাসিন্দা মজনু শেখ।
বিহারের কিসানগঞ্জের একটি ইটভাটায় কাজ করতেন তাঁরা। রবিবার সকালে ওই ইটভাটায় কাজ করার সময় আচমকা ঘটে দুর্ঘটনা। ইট চাপা পড়ে মৃত্যু হয় ওই দুই ব্যক্তির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পোয়াতুরকুঠি ও চান্দেরকুঠি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সোমবার ভোরবেলা মৃতদেহ দুটি বাড়িতে নিয়ে আসা হয়।
ম্যাঙ্গালোরে প্রাণ গেল দেগঙ্গার ৫ যুবকের
অন্যদিকে শোকের ছায়া দেগঙ্গাতেও (Deganga) । ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু। উত্তর ২৪ পরগণার দেগঙ্গার পাঁচ যুবকের বিষাক্ত গ্যাসের প্রভাবে ম্যানহোলের মধ্যে মৃত্যু হয়। পাশাপাশি এই ঘটনায় আরও চারজন যুবক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গোটা দেগঙ্গা শোকের ছায়া নেমেছে।
ম্যানহোলে নেমে বিষাক্ত গ্যাসের প্রভাবে মৃতরা হলেন বছর একত্রিশের ওমর ফারুক, অন্যজন সামিউল ইসলামের বয়স মাত্র ১৭, বলে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে, নুর নগর গ্রাম পঞ্চায়েতের ফাজিলপুরের বাসিন্দা, নিজামুদ্দিন সাহাজির, আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের রায় পুরের বাসিন্দা, সরাফাতা আলির ও মিরাজুল ইসলাম নামে দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়ার বাসিন্দার। মৃতদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছেন, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ।