কলকাতা: মুখ্যসচিবের জোড়া ইমেলে তুঙ্গে বিতর্ক। প্রথম ইমেলে স্বাস্থ্যভবনে চিকিৎসক সংগঠনগুলির ২ জন করে প্রতিনিধিকে কাল বৈঠকের ডাক। দ্বিতীয় ইমেলে দ্রোহের কার্নিভাল প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসকরা। আইন মেনেই আন্দোলন বলে পাল্টা বিবৃতি দিয়েছে প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
মুখ্যসচিবের ইমেলে বিতর্ক: বাতাসে বিসর্জনের বিষাদের সুর। একইসঙ্গে আর জি কর-কাণ্ডে ১০ দফা দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এরইমধ্যে মঙ্গলবার রেড রোডে হতে চলেছে রাজ্য সরকারের পুজো কার্নিভাল। সেদিনই আবার 'দ্রোহের কার্নিভালে'র ডাক দিয়েছে সিনিয়র চিকিৎসকদের ৮টি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। আর এই পরিস্থিতিতে চিকিৎসকদের সংগঠনকে মেল করে এই কর্মসূচি প্রত্যাহার করার আবেদন জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যসচিবের পাঠানো ইমেলে বলা হয়েছে, কোনও নির্দিষ্ট অংশের দ্বারা কার্নিভালে বাধা দেওয়ার জন্য এই বিক্ষোভের অপব্যবহার করা হতে পারে। যার জেরে কার্নিভালে আসা দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার প্রশ্ন উঠতে পারে। ত্রিধারায় স্লোগানকাণ্ডে গ্রেফতার হওয়া ৯ যুবকের জামিন মামলায় হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে মুখ্যসচিবের মেলে বলা হয়, এই ধরনের (দ্রোহ কার্নিভাল) বিক্ষোভ পুজো কার্নিভালের ওপর বিরূপ প্রভাব ফেলবে, যা শুধু হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনই নয়, যাঁরা এই কার্নিভাল দেখতে আসবে তাঁদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই ধরনের বিক্ষোভ রাজ্যের ভাবমূর্তির ওপরেও নেতিবাচক প্রভাব ফেলবে।
কী জানাচ্ছে চিকিৎসক সংগঠন?
মুখ্যসচিবের ইমেলের পরেই পাল্টা বিবৃতি জারি করে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স। বলা হয়, রাজ্য সরকারের কার্নিভাল বাতিল হোক সেটা যেমন তারা চান না, তেমনই গণতন্ত্র ও সংবিধান মেনে প্রতিবাদের অধিকারও তারা প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে নিজেদের আন্দোলন করতে চান। পাশাপাশি বলা হয়, তারা আইনের গণ্ডির মধ্যে থেকে এবং আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স সদস্য় মানস গুমটা বলেন, "কার্যত বলেছে যে আপনারা এই কার্নিভালটা করতে পারবেন না। তার কারণ সরকারি কার্নিভাল আছে। সেই সরকারি কার্নিভালে প্রচুর বাইরে মানুষ আসবে। এই প্রসঙ্গে আমরা এটাই বলব, যে এতগুলো ছেলেমেয়ে, তাঁদের দাবি হচ্ছে অভয়ার ন্যায়বিচারের দাবি। তাঁদের দাবি হচ্ছে, এই যে দুর্নীতির সিন্ডিকেট চলছে, তা নিরসনের দাবি। সরকার তাঁদের সঙ্গে সত্যি কথা বলতে এখনও কোনও সদর্থক পদক্ষেপ করেনি।সরকারকেও বুঝতে হবে, তারা রাজধর্ম পালন করছে না। এটা আমরা ভালভাবে নিচ্ছি না।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।