সন্দীপ সরকার, কলকাতা: বাংলায় বেসরকারি প্র্যাকটিস করতে হলে লাগবে এ রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর। ভিনরাজ্যের চিকিৎসকদের জন্য় নতুন নিয়ম আনতে চলেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল (West Bengal Medical Council)। চিকিৎসার গাফিলতির অভিযোগের ক্ষেত্রে ব্যবস্থা নিতেই এই বিধি, জানাল মেডিক্যাল কাউন্সিল।
ভিনরাজ্যের চিকিৎসকদের জন্য় নতুন নিয়ম: এবার রাজ্য সরকারের স্ক্যানার বেসরকারি হাসপাতালে কর্মরত ভিনরাজ্যের চিকিৎসকরা। বাংলায় চিকিৎসার ক্ষেত্রে এ রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর বাধ্যতামূলক বলে জানাল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। ভিনরাজ্যের চিকিৎসকদের নিয়মে বাঁধতে নতুন বিধি আনতে চলেছে রাজ্য সরকার। তার প্রথম ধাপ হিসেবে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের কাছ থেকে চিকিৎসকদের তালিকা চাইল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। ১৫ দিন সময় দিয়ে রাজ্যের ৭টি কর্পোরেট হাসপাতালকে পাঠানো হল নোটিস। সংশ্লিষ্ট হাসপাতালগুলির চিকিৎসকদের আধার এবং প্যান কার্ড নম্বর জানাতে বলা হয়েছে। দিতে হবে রেজিস্ট্রেশন নম্বরও।
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দাবি, চিকিৎসায় গাফিলতির তদন্তে নেমে অনেক ক্ষেত্রে দেখা যায়, সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ভিনরাজ্যে নথিভুক্ত। সেক্ষেত্রে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না রাজ্য মেডিক্য়াল কাউন্সিল। সেই সমস্যা সমাধানেই এবার এই পদক্ষেপ নিতে চলেছে তারা। তবে চিকিৎসক মহলের একাংশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে। রাজ্য়ে চিকিৎসকদের ওপর নজরদারি চালাতে, রাজ্য সরকারের তরফে আগেই জারি করা হয়েছিল নির্দেশিকা। তাতে বলা হয়, অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এ রাজ্যের বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় রোগী দেখতে পারবেন না চিকিৎসকরা। চিকিৎসা করতে হলে, রাজ্য মেডিক্য়াল কাউন্সিলে ওই চিকিৎসকদের নাম নথিভুক্ত করতে হবে। নির্দেশিকায় বলা হয়, অ্যাডভাইসরি না মানলে স্বাস্থ্য সাথী থেকে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টারের নাম কাটা যাবে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরেও, সেভাবে সাড়া মেলেনি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের তরফে। সময়ে নথি জমা না দেওয়ার অভিযোগ রয়েছে সরকারি চিকিৎসকদের বিরুদ্ধেও। এবার তাই চিকিৎসকদের ওপরে নজরদারি চালাতে নিয়মে কড়াকড়ি করতে চলেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Howrah News: হাওড়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার, কীভাবে লাগল আগুন? তদন্তে পুলিশ