ঝিলম করঞ্জাই, কলকাতা : কোভিডের (Covid) পর হাম (measles) রোধে রাজ্যে বড়সড় টিকাকরণ কর্মসূচি (vaccination drive)। হাম, জার্মান হাম রোধে রাজ্যজুড়ে টিকাকরণ কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের দেওয়া হবে টিকা। কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত টিকাকরণ কর্মসূচি। ২ কোটি ৩০ লক্ষ শিশুকে দেওয়া হবে ভ্যাকসিন।
যে ভ্যাকসিনেশন কর্মসূচির জন্য ভ্যাকসিনের ১ কোটি ডোজ এল রাজ্যে। মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় রাখা হয়েছে বাগবাজারের সেন্ট্রাল ভ্যাকসিন স্টোরে (Baghbagar Central Vaccine Store) । ধাপে ধাপে আসবে ভ্যাকসিনের বাকি ডোজ।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই খবর সামনে এসেছিল, যে হঠাৎ করে বেড়েছে হাম ও রুবেলার প্রকোপ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে তারপর থেকে তৎপর হয় কেন্দ্র (Center)। রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। হু (WHO) ও ইউনিসেফের ২০২১-এর তথ্য তুলে ধরে সেখানে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ভারতে হাম ও রুবেলা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে ৮৯ শতাংশ শিশু এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ৮২ শতাংশ। এর ফলে স্বাভাবিকভাবেই রোগ বৃদ্ধির আশঙ্কা বেড়ে গেছে!
রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি হামের প্রকোপ বেড়েছে। বিহার, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কেরল ও মহারাষ্ট্রে। বৃহন্মুম্বই পুরসভার তরফে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত বাণিজ্যনগরে হাম ও রুবেলায় আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। মুম্বইয়ের ২২ জায়গায় প্রকোপ অস্বাভাবিক বেড়ে গেছে। বিশেষত পূর্ব মুম্বইয়ে।
কোভিড আবহে সারা বিশ্বে শিশুদের টিকাকরণ প্রভাবিত হয়েছে, সেক্ষেত্রে হামের প্রকোপ বাড়ছে, ভারতেও নজরে এসেছে। হু ও ভারত সরকারও সতর্ক করেছে। এই নিয়ে খুব শীঘ্রই পদক্ষেপ করা হবে। শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি বলেন, "রোগীগুলির সমস্যা সম্পর্কে বলেছে। এটা কম হয়েছে, তাতে কী সমস্যা হয়েছে?" পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে কেন্দ্র। রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে হাম ও রুবেলার টিকাকরণ ১০০ শতাংশ করতে হবে। জরুরি ভিত্তিতে টাস্কফোর্স গঠন করতে হবে রাজ্য সরকারকে। বিশেষ নজর দিতে হবে ৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে। তার জন্য বিশেষ অভিযান চালাতে হবে।