কৃ্ষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে তাঁকে সরাতে বিল পাস হয়ে গিয়েছে বিধানসভায়। তবে এখনও পর্যন্ত সেই বিলে সই করেননি রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তার মধ্যেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) উপাচার্য বদলের ঘোষণা করলেন তিনি। জানালেন, সব্যসাচী বসু রায়চৌধুরীর জায়গায় নতুন উপাচার্য হচ্ছেন মহুয়া মুখোপাধ্যায়।
কিন্তু রাজ্যপালের এই ঘোষণা নিয়েও শুরু হয়েছে সংঘাত। আচার্য বিল বিধানসভায় পাস হয়ে যাওয়ার পরও কীভাবে রাজ্যপালের অনুমোদন, তা নিয়ে প্রশ্ন তুলছে রাজ্য। এমন পরিস্থিতিতে সব কিছু খতিয়ে দেখার ভাবনা রাজ্য সরকারের। সে কথা জানালেন শিক্ষামন্ত্রী।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল নিয়ে সংঘাত
বৃহস্পতিবার রাজ্যপালের ট্যুইটার হ্যান্ডল থেকে উপাচার্য বদলের ঘোষণা হয়। তাতে লেখা হয়, 'উপাচার্য হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনকড় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়ের নৃত্যবিভাগের অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য হিসেবে নিয়োগ করা হচ্ছে।'
আরও পড়ুন: East Burdwan: শেরওয়ানি কেনার আবদার মেটায়নি দাদু, প্রাণে ফেলার অভিযোগ নাতির বিরুদ্ধে
আগামী ১৮ সেপ্টেম্বর সব্যসাচী বসু রায়চৌধুরীর কার্যকাল শেষ হচ্ছে। তার আগেই এ দিন ট্যুইট করে রাজ্যপাল জানান, নতুন উপাচার্য নিয়োগের কথা জানান। ওই ট্যুইটে রাজ্য সরকারের পাঠানো এই সংক্রান্ত তথ্যও পোস্ট করেন রাজ্যপাল। জানান, নতুন উপাচার্যের খোঁজে গত ৯ জুন বৈঠকে বসে সার্চ কমিটি। সেই কমিটির পাঠানো তালিকায় তিন জনের মধ্যে সবার উপরে নাম ছিল মহুয়া মুখোপাধ্য়ায়ের। সেই মতো তাঁকেই উপাচার্য নিয়োগ করা হল।
সপ্তাহ দুয়েক আগেই বিশ্ব বিদ্যালয়ে ঢোকার মুখে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন সব্যসাচী বসু রায়চৌধুরী। পড়ুয়াদের অভিযোগ ছিল, দূরশিক্ষা মাধ্যমে পঠন-পাঠনের বিষয় কমে গিয়েছে। বন্ধ রয়েছে বিএড, স্পেশ্যাল বিএড, অ্যাডাল্ট কন্টিনিউয়িং এডুকেশন কোর্স। তার জন্য সরাসরি উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। তৃমমূল ছাত্র পরিষদের নেতৃত্বেই এই বিক্ষোভ হয় বলে সেই সময় অভিযোগ ওঠে। শাসক দলের ছাত্র সংগঠন যদিও সেই অভিযোগ অস্বীকার করে।
মেয়াদ শেষের আগেই রদবদল
তবে গোটা বিতর্কে সব্যসাচী বসু রায়চৌধুরী জানান, অধ্যাপকের সংখ্যা যথেষ্ট না হওয়াই সবচেয়ে বড় সমস্যা। এ ছাড়াও ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের কিছু শর্তপূরণের জন্য অনেক কিছু থেমে রয়েছে বলেও জানান তিনি। বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি না মেলায় দূরশিক্ষার একাধিক কোর্সে পড়ানো যাচ্ছে না বলেও জানান।
Education Loan Information:
Calculate Education Loan EMI