ভাস্কর মুখোপাধ্যায়, মহম্মদবাজার: বীরভূম জেলার মহম্মদ বাজার থানার সারেন্ডা গ্রামের কাছে সুজয় মণ্ডল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। তার বুকে গুলি করে মারা হয়েছে বলে অভিযোগ। 


স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের বাড়ি মহম্মদ বাজার এলাকার চন্দ্রপুর গ্রামে। পেশায় সে একজন পাথর ব্যবসায়ী ছিল। মৃত সুজয় মণ্ডলের নামে অস্ত্র আইনে মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে তার বুকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে শুক্রবার সকালে মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয়রা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি পুলিশ কুকুর নিয়ে এসে এই খুনের ঘটনার তদন্ত করতে হবে। পুলিশের তরফে তদন্তের বিষয়ে স্থানীয়দের অনেক বোঝানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


প্রসঙ্গত উল্লেখ্য, বীরভূমে পাথর ব্যবসাকে কেন্দ্র করে মাঝে মধ্যেই ঝামেলা হয়। মারামারি থেকে খুনোখুনি সব ঘটনারই সাক্ষী হতে হয়েছে পাথর খাদান এলাকার বাসিন্দাদের। এর আগেও মহম্মদ বাজারে পাথর ব্যবসায়ীকে গুলি করে প্রকাশ্যে খুন করার ঘটনা ঘটেছে। 


২০২৩ সালের অগাস্ট মাসে খাদান থেকে বাড়ি ফেরার সময় তাপস দাস নামে একজন পাথর ব্যবসায়ীকে বাইক থামিয়ে তিনটি গুলি করা হয়। এর ফলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন তিনি। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে সিউড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। ফের আবার সেই ধরনের ঘটনার সাক্ষী হলেন মহম্মদ বাজারের বাসিন্দারা। শুক্রবার ফের এক পাথর ব্যবসায়ীর গুলিবিদ্ধি মৃতদেহ উদ্ধারের পর প্রশ্ন উঠছে তোলাবাজি না ব্যবসায়িক শত্রুতার বলি হতে হল সুজয় মণ্ডলকে। প্রশ্ন উঠছে পুলিশি নিরাপত্তা নিয়েও। এইভাবে যদি একের পর খুনের ঘটনা ঘটে তাহলে এলাকায় শান্তিশৃঙ্খলা কীভাবে বজায় থাকবে তা নিয়ে চিন্তায় পড়েছেন মহম্মদবাজারের সাধারণ মানুষ। যদিও পুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সবরকম চেষ্টা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তারপরও আতঙ্ক কাটছেন না মানুষের মন থেকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Cyclone Dana News: শিয়ালদা দক্ষিণ শাখায় চালু লোকাল ট্রেন, কলকাতা বিমানবন্দরে শুরু বিমান পরিষেবা