শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তুফানগঞ্জে অটো চালকদের ওপর তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, রসিদ ছাপিয়ে তোলাবাজি চলছে। যদিও তৃণমূল দাবি করেছে, কল্যাণমূলক কাজের জন্যই INTTUC-র সদস্য অটো চালকদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। 


হাত দেখিয়ে থামানো হচ্ছে অটো। টাকা দিচ্ছেন চালক। সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে রশিদ। কোচবিহারের তুফানগঞ্জ মহকুমায় অটো চালকদের ওপর তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র বিরুদ্ধে। 


রসিদের একপাশে তৃণমূলের প্রতীক। উপরে লেখা তুফানগঞ্জ মহকুমা তৃণমূল অটো কর্মী ইউনিয়ন। তার নীচে লেখা শ্রমিক কল্যাণ তহবিল। এ নিয়ে, বিজেপির জেলা সম্পাদক উৎপল দাস ফেসবুকে লিখেছেন, তুফানগঞ্জে তৃণমূল নেতাদের সংসার চালানো ও তোলাবাজির পদ্ধতি। প্রত্য়েক দিন প্রায় ১ হাজার অটোর কাছ থেকে ১০ টাকা করে ১০ হাজার টাকা তোলাবাজি করে, ভালই জমিয়ে তুলছেন সন্ধের আড্ডা। 


কোচবিহারের বিজেপি সম্পাদক উৎপল দাসের কথায়, বেশিরভাগ অটো থেকে টাকা তোলা হচ্ছে। জবরদস্তি করে টাকা তোলা হচ্ছে। শ্রমিক সংগঠন এই টাকা সংগ্রহ করছে।


তুফানগঞ্জ শহর ব্লকের INTTUC সভাপতি সরোজ পঞ্চাননের কথায়, উৎপল দাসের পোস্ট দেখলাম। যা বলেছেন মিথ্য়া। আমাদের যাঁরা সদস্য আছে, শুধু তাদের থেকেই চাঁদা নেওয়া হয়। একমাসও হয়নি চাঁদা নেওয়া হচ্ছে। উনি জানেন না তুফানগঞ্জে ২০০-৩০০ অটো চলে। প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।


স্থানীয় নেতৃত্বের পাশে দাঁড়িয়ে জেলা নেতৃত্বের দাবি, কল্যাণমূলক কাজের জন্যই INTTUC-র সদস্য অটো চালকদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে।


কোচবিহারের INTTUC-র সভাপতি পরিমল বর্মন বলছেন, আমাদের সদস্যদের কল্যাণেই কাজ হয় এই টাকায়। অন্য কারও কাছ থেকে নিইনা। রাজনীতি করছে বিজেপি।


এর আগেও, একাধিক জেলায় কুপন ছাপিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। কড়া বার্তাও শোনা গেছে শীর্ষ নেতৃত্বের গলায়। তারপরও সেই তোলাবাজির অভিযোগ ফিরল কোচবিহারে। 


তোলাবাজি ঘিরে উত্তর ২৪ পরগনায় ধুন্ধুমার: তৃণমূলের (TMC) ২ নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার কামারহাটি। পুলিশ সূত্রে খবর, দু’পক্ষের ৪ জন আহত হয়েছেন। আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কামারহাটি ESI হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে, যদিও কামারহাটি থানা  সেই অভিযোগ স্বীকার করেনি।


তোলাবাজি ঘিরে তরজা


এলাকা দখল ও তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। দলের এক নেতার অনুগামীদের বিরুদ্ধেই তোলাবাজি ও হামলার অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর। সংঘর্ষে জখম হয়েছেন দলের কয়েকজন কর্মীও। কামারহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিযোগ, গুড্ডু নামে আরেক তৃণমূল কর্মীর অনুগামীরা এলাকায় তোলাবাজি করে। যাকে কেন্দ্র করে রবিবার রাতে ক্রিক স্ট্রিটে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী।