INTTUC: 'মতান্তর হতে পারে, ঐক্য নষ্টে চেষ্টা করলেই বাদ' INTTUC-এর দ্বন্দ্ব মেটাতে কড়া বার্তা ঋতব্রতর

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, একটা বড় পরিবারে থাকতে গেলে মতান্তর হতেই পারে। কিন্তু ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করবেন, তাঁদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে হবে।

Continues below advertisement

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: সংগঠনের মধ্যে দ্বন্দ্ব মেটাতে কড়া বার্তা দিলেন INTTUC’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ জলপাইগুড়িতে বিদ্যুৎ দফতরের শ্রমিক সংগঠনের সমাবেশে যোগ দেন তিনি। তৃণমূলের জেলা সভানেত্রীও ঐক্যের বার্তা দিয়েছেন। যা শুনে কটাক্ষ করেছে বিজেপি। 

Continues below advertisement

আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, একটা বড় পরিবারে থাকতে গেলে মতান্তর হতেই পারে, সেটা স্বাভাবিক। কিন্তু আমাদের মনে রাখতে হবে মতান্তর হোক, একশোবার মতান্তর হোক। কোনও সমস্যা নেই। কিন্তু মনান্তর যাতে না হয়। যাঁরা ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করবেন, তাঁদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে হবে।

সংগঠনকে ঐক্যবদ্ধ করতে এভাবেই কড়া বার্তা দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন কারণে একাধিক জায়গায় INTTUC’র মধ্যে বিবাদ সামনে এসেছে বহুবার। কখনও শ্রমিক সংগঠনের স্থানীয় নেতৃত্বকে মানতে অস্বীকার করার অভিযোগ উঠেছে একাংশের বিরুদ্ধে। কখনও সংগঠনের কর্মসূচি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এই অবস্থায় সংগঠনকে ঐক্যবদ্ধ করতে কড়া বার্তা দিলেন INTTUC’র রাজ্য সভাপতি।

জলপাইগুড়িতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের এমপ্লয়িজ ইউনিয়নের শ্রমিক সমাবেশে উপস্থিত থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, একটি নির্দিষ্ট জায়গায় সংগঠনের নামে একটিই ইউনিয়ন থাকবে।

আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, চায়ের ক্ষেত্রে আইএনটিটিইউসির নামে একাধিক ইউনিয়ন হয়েছে, আমরা একটা সিঙ্গল ইউনিয়ন তৈরি করেছি, যাতে একটি ইউনিয়ন থাকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে লড়াই করতে বলছি। সভামঞ্চ থেকে ঐক্যের বার্তা দেন জেলা তৃণমূল সভাপতিও। 

জলপাইগুড়ির বিজেপির জেলা সভাপতি বাপি মণ্ডলের কথায়, ওদের মধ্যে তোলাবাজি, ভাগ বাঁটোয়ারার লড়াই চলছে, ২ মাস পর তৃণমূল, তৃণমূলকে খুন করবে, কে কত কামাতে পারবে তার কম্পিটিশন চলবে।

এদিকে, INTTUC’র সভামঞ্চ থেকে ফের বিজেপির বিরুদ্ধে রাজ্যভাগ করার চেষ্টার অভিযোগ তোলেন তৃণমূল নেতারা। যা নিয়ে গেরুয়া ব্রিগেডের পাল্টা জবাব, দীর্ঘদিন ধরেই বঞ্চিত উত্তরবঙ্গ।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola