সুনীত হালদার, হাওড়া: ফের বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে ছাত্রীর মৃত্যু। এবার ঘটনাস্থল হাওড়ায় (Howrah)। মৃতা সপ্তম শ্রেণির ছাত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর অনুযায়ী জানা গিয়েছে যে, ল্যাম্পপোস্ট খোলা তার থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সেই ছাত্রীর। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত বিদ্যুৎ বণ্টন সংস্থার কোনও প্রতিক্রিয়া মেলেনি।
১২ জুলাইয়ের পর ৯ অগাস্ট। আবার সেই হাওড়া, সেই বিদ্যুতের মরণ ফাঁদ! সেই দুর্ঘটনা! আবার কোল খালি হয়ে গেল এক মায়ের। ফের বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল হাওড়ায়! ল্যাম্পপোস্টের খোলা তার কেড়ে নিল সপ্তম শ্রেণির ছাত্রীর প্রাণ!
এই নিয়ে চলতি বছরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৪ জনের। মৃতের নাম তৃষা ধক। বয়স ১৩ বছর। জগত্বল্লভপুরের নরেন্দ্রপুর পশ্চিমপাড়ায় শোকের ছায়া। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল তৃষা। কাদার মধ্যে পা পিছলে পড়ে যাওয়ার সময় ল্যাম্পপোস্টের ছেঁড়া তারে হাল লেগে বিদ্যুত্স্পৃষ্ট হয় সে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। এলাকায় ছুটে আসে পুলিশ। বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে ঢেকে দেওয়া ল্যাম্পপোস্টের খোলা তারের মুখ। গত ১৪ জুন রাতে হাওড়া পুরসভার গেটের কাছে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক তরুণীর। গত মাসের ২ তারিখ উলুবেড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের।
ওই ঘটনার ১০ দিন পর... গত ১২ জুলাই উলুবেড়িয়াতেই বিদ্যুতের ছেঁড়া তার পায়ে জড়িয়ে মৃত্যু হয় এক মহিলার। মঙ্গলবার সন্ধ্যায় ফের দুর্ঘটনা ঘটল হাওড়ায়।
আমতা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। এখনও বিদ্যুৎ বণ্টন সংস্থার কোনও প্রতিক্রিয়া মেলেনি।
রাজ্যের অন্যপ্রান্তে জিম করতে গিয়ে মৃত্যু
বাঁশদ্রোণীতে জিম করতে গিয়ে তরুণীর রহস্য মৃত্যু। বছর ১৯-র ওই তরুনীর নাম ঋত্বিকা দাস। তিনি মূলত বাঁশদ্রোণীর সোনালি পার্কের বাসিন্দা। জানা গিয়েছে, জিম করতে গিয়ে আচমকাই 'বুকে ব্যথা' অনুভব করেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু কী করে মাত্র ১৯ বছরে এভাবে মৃত্যু হল বাঁশদ্রোণীর ঋত্বিকা দাসের ? ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জিম কর্তৃপক্ষ এবং বন্ধুরা জানিয়েছে, এদিন জিম করছিল ঋত্বিকা। জিম করতে করতেই হঠাৎ করে 'বুকে ব্যথা' অনুভব করেন। জানা গিয়েছে, বাড়ির কাছে জিম করতে গিয়ে আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন ঋত্বিকা । নজরে আসে তার জিমের বন্ধুদেরও বিষয়টি। সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে হাসপাতালে। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।