বীরভূম: ছাত্র আন্দোলন ও রাজ্য পুলিশের অসহযোগিতাকে দায়ী করে, সমাবর্তন উৎসব বাতিল করল বিশ্বভারতী (Viswa Bharati University)। রবিবার সমাবর্তন হওয়ার কথা ছিল বিশ্বভারতীতে (Viswa Bharati University)। উপস্থিত থাকার কথা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের। আইন শৃঙ্খলার প্রশ্নে বাতিল সমাবর্তন, এবিপি আনন্দকে জানিয়েছেন বিশ্বভারতীর (Viswa Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। পুলিশ সাহায্য করছে না, ওসি-কে ডাকলেও আসছেন না, অভিযোগ উপাচার্যের।
ছাত্র বিক্ষোভ: গোটা নভেম্বর মাসজুড়েই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ চলেছে। বিদ্যুৎ চক্রবর্তীকে অপসারণের দাবিতে উপাচার্যের বাংলোর সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে পড়ুয়াদের একাংশ। সমর্থন জানায় অধ্যাপক সংগঠনও। মন্তব্যে নারাজ বিশ্বভারতী কর্তৃপক্ষ।
পৌষ মেলার নিয়েও টানাপোড়েন: এদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাঠে পৌষ মেলার নিয়েও টানাপোড়েন অব্যাহত। পৌষ মেলার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। এবারও কি পৌষমেলা হবে? এখন সেটাই দেখার।
শান্তিনিকেতনে (Shantiniketan) পৌষমেলা (Poush Mela) হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত! বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাঠে পৌষ মেলার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। মেলা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতেই ছাড়ল আদালত।
শান্তিনিকেতনে (Shantiniketan) পৌষ উত্সবকে কেন্দ্র করে ২৩ ডিসেম্বর থেকে পূর্বপল্লীর মাঠে শুরু হয় পৌষমেলা৷ ঐতিহ্যবাহী এই মেলার টানে লাল মাটির দেশে ভিড় জমান দেশ, বিদেশের পর্যটকরা। কিন্তু গত ২ বছর ধরে বন্ধ পৌষমেলা। এবারও মেলা নিয়ে চলছে টানাপোড়েন।
এই পরিস্থিতিতে বিশ্বভারতীর মাঠে মেলা করতে দেওয়ার আবেদন করে আদালতের দ্বারস্থ হন বোলপুরের এক বাসিন্দা। সেই মামলাই ফেরাল
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন,
এ বিষয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ইতিমধ্যে রাজ্য সরকারের তরফেও পৌষ মেলার জন্য বিকল্প জায়গার সন্ধান দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে প্রশ্ন হল, এ বছর কি পৌষমেলা আদৌ হবে? হলে কোথায় হবে? পূর্বপল্লীর মাঠে? না কি অন্য কোথাও?
আরও পড়ুন: Abhishek on Saket Arrest : 'বিজেপির আজ্ঞাবহ হয়ে কাজ করছে', সাকেত গ্রেফতারিতে কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক